• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জনগণ জানে মোদি কী এবং কেন তাঁকে ৪০০ আসন দেওয়া উচিত : শাহ

দিল্লি, ১৮ মে– বিরোধীদের প্রচারে একপ্রকার জল ঢেলে বিজেপির সেকেন্ড ইন কমান্ড শাহের দাবি তৃতীয়বারের জন্যও মোদি ফিরছেন৷ যদিও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারও বলেছেন, ‘মোদি সরকার আর আসছে না৷ ইন্ডিয়ার সরকারই আসবে৷’ আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘সরকারের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে৷ এই সরকারের মেয়াদ আর দু’সপ্তাহ৷ ৪ জুন ভারতবর্ষের

দিল্লি, ১৮ মে– বিরোধীদের প্রচারে একপ্রকার জল ঢেলে বিজেপির সেকেন্ড ইন কমান্ড শাহের দাবি তৃতীয়বারের জন্যও মোদি ফিরছেন৷ যদিও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারও বলেছেন, ‘মোদি সরকার আর আসছে না৷ ইন্ডিয়ার সরকারই আসবে৷’ আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘সরকারের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে৷ এই সরকারের মেয়াদ আর দু’সপ্তাহ৷ ৪ জুন ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে৷’
তবে পঞ্চম দফার ভোটের আগে শুক্রবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, তৃতীয়বারের জন্য সরকারে আসতে ম্যাজিক ফিগার ২৭২ পেয়ে সরকারে আসবে মোদি সরকার৷ শাহকে প্রশ্ন করা হয়েছিল, ৪ জুন ভোটের ফল প্রকাশের পরে যদি দেখা যায়, কোনওভাবে বিজেপি ২৭২-এর গণ্ডি পার করতে পারছে না, সেক্ষেত্রে কী হবে?
শাহের স্পষ্ট জবাব, ‘প্ল্যান বি-র প্রয়োজন তখনই পডে়, যখন প্ল্যান এ-র সাফল্যের সম্ভাবনা ৬০ শতাংশের কম হয়৷ তার দরকার পড়বে না৷ আমি নিশ্চিত, প্রধানমন্ত্রী মোদিই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবেন৷’
এদিকে, চারদফার ভোট শেষে বিরোধী ‘ইন্ডিয়া’ শিবির একসুরে দাবি করেছে, তৃতীয়বারের জন্য আর কেন্দ্রে ফিরছে না নরেন্দ্র মোদির সরকার৷ ভোট বিশ্লেষক যোগেন্দ্র যাদব থেকে শুরু করে বিশিষ্ট অর্থনীতিবিদ তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাকালা প্রভাকরও গত কয়েকদিনের মধ্যে একাধিকবার বলেছেন, মোদির নেতৃত্বে এনডিএ আর কোনওভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না৷ প্রভাকরের পূর্বাভাস, এনডিএ কোনওভাবেই ২৫৫-এর গণ্ডি পেরচ্ছে না৷ দিন দুয়েক আগে পরাকালা প্রভাকর বলেছেন, বিজেপি সব মিলিয়ে বড়জোর ২০০-২২০টি আসন পেতে পারে৷ এবং সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক থেকে পিছিয়েই থাকবে এনডিএ জোট৷ পরাকালার বিশ্লেষণ, এনডিএ ২৫৫ সিটের নীচেই থাকবে৷ নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ সম্পর্কে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রায় সব একনায়কেরই শেষটা একই রকম হয়ে থাকে-হয় হাতকড়ায় অথবা কফিনে৷’
শাহ এরপর বিস্তারিত পরিসংখ্যান দিয়ে বলেন, ‘আমরা ৪ কোটি গরিব মানুষকে আবাস প্রকল্পের সুবিধা দিয়েছি, আরও ৩ কোটি মানুষকে বাসস্থান দেওয়া হবে ভোট শেষ হওয়ার পর৷ ৩২ কোটি আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হয়েছে৷ ১৪ কোটি বাডি়তে জল এনে দেওয়া হয়েছে, ১০ কোটি মানুষ এলপিজির সুবিধা পাচ্ছেন৷ ১২ কোটি বাডি়তে শৌচালয় তৈরি করে দিয়েছি৷ লাখপতি দিদি তৈরি করেছি, আরও ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি করার লক্ষ্য আমাদের৷ ১১ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রতি বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়৷ প্রতিটি গরিব পরিবারকে ৫ কেজি রেশন বিনামূল্যে দেওয়া হয়৷ স্বাধীনতার ৬০ বছর পরে এমন প্রধানমন্ত্রী এসেছেন, যিনি গরিব মানুষদের গণতন্ত্রের অংশ বানিয়েছেন৷ যাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁরা জানেন নরেন্দ্র মোদি কী এবং কেন তাঁকে ৪০০ আসন দেওয়া উচিত৷’