• facebook
  • twitter
Friday, 22 November, 2024

২৯ সে এপ্রিল পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা পূর্ব ও দক্ষিণ ভারতে, লাল ও কমলা সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে 

দিল্লি, ২৪ এপ্রিল – আগামী পাঁচ দিন পূর্ব ভারতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে না দক্ষিণও। পশ্চিমবঙ্গ, কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, বিহার, সিকিম, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দাবদাহ চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। মাস শেষ হতে চললেও এখনও পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনার কথা

দিল্লি, ২৪ এপ্রিল – আগামী পাঁচ দিন পূর্ব ভারতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে না দক্ষিণও। পশ্চিমবঙ্গ, কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, বিহার, সিকিম, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দাবদাহ চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। মাস শেষ হতে চললেও এখনও পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনার কথা শোনাতে পারেনি মৌসম ভবন।   

 
আবহাওয়া দফতর সম্প্রতি জানিয়েছে,  এপ্রিল থেকে জুনের মধ্যে উত্তরের সমভূমি-সহ দক্ষিণ ভারতে তীব্র তাপপ্রবাহ থাকবে। আবহাওয়া দফতরের তরফে সোশ্যাল মিডিয়াতেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, দেশের কয়েকটি রাজ্যে অতিরিক্ত তাপপ্রবাহ চলবে।  দেশের বিভিন্ন অংশে ১০ থেকে ২০ দিন তাপপ্রবাহ চলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের আধিকারিক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, মধ্যভারত, উত্তরের সমভূমি, এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে তাপপ্রবাহ বেশ কিছুদিন স্থায়ী হতে চলেছে। এইসব রাজ্যগুলি মধ্যে রয়েছে গুজরাট , মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, ওডিশা, অন্ধ্রপ্রদেশ, ও পূর্ব মধ্যপ্রদেশ। 
 
এরই মধ্যে দিল্লিতে মঙ্গলবারের বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি, এনসিআর এবং গাজ়িয়াবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়।  ফলে সর্বনিম্ন তারমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে ১৫ টি বিমান অন্যত্র নামে। সেগুলির মধ্যে ন’টি জয়পুরে, দু’টি অমৃতসরে, দু’টি লখনউ এবং মুম্বাই ও চণ্ডীগড়ে একটি করে বিমান অবতরণ করে। বেশ কয়েকটি বিমান দেরিতে ছাড়ে।
 
বুধবার ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, মহারাষ্ট্রের ঠানে, রায়গড় এবংমুম্বাইয়ের কিছু অংশে ২৭ এপ্রিল, শনিবার থেকে ২৯ এপ্রিল, সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বুধবার মৌসম ভবনের বিজ্ঞানী সুষমা নায়ার জানিয়েছেন, ঠানে, রায়গড় এবং মুম্বাইয়ের কিছু অংশের উপর বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আগামী শনি এবং রবিবার সেখানে সব থেকে বেশি গরম পড়বে। 
 
এদিকে বুধবার থেকেই তাপপ্রবাহ চলবে কলকাতা-সহ দক্ষিণের আরও কয়েকটি জেলায়। আগামী রবিবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।  বুধবার এবং বৃহস্পতিবার পুব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এবং পশ্চিম বর্ধমান জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।  দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।  
 
এদিকে বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতে।  বুধবার থেকে রবিবার পর্যন্ত মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।