আজ ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। এলপিজি সিলিন্ডার থেকে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই ইত্যাদি ক্ষেত্রে একাধিক নিয়মে বদল আসতে চলেছে। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। টান পড়বে পকেটেও। একনজরে দেখে নেওয়া যাক, ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে।
প্রথমেই আসা যাক ইউপিআই প্রসঙ্গে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে সক্রিয় না থাকা মোবাইল নম্বরগুলির সঙ্গে যে ইউপিআই আইডিগুলি যুক্ত রয়েছে, সেগুলিকে ব্যাঙ্ক রেকর্ড থেকে মুছে ফেলা হতে পারে। এর ফলে ওই নম্বরটি নতুন কোনও গ্রাহককে দেওয়া হলে, সে যাতে ইউপিআইটি ব্যবহার করতে না পারে। আবার বেশ কিছু ইউপিআই-এ পরিষেবা নাও পাওয়া যেতে পারে।
দ্বিতীয়ত এবার আসা যাক রান্নার গ্যাসের দাম প্রসঙ্গে। প্রতি মাসের প্রথম দিনে তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে। ১ এপ্রিলেও তার ব্যতিক্রম হবে না। গত কয়েক মাস ধরে এলপিজি সিলিন্ডারের দাম একই রয়ে গিয়েছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দামে বেশ কিছু বদল আনা হয়েছে। এই দিন থেকে এলপিজি সিলিন্ডারের দামেও বদল আনা হতে পারে।
তৃতীয়ত ১ এপ্রিল থেকে আয়করের নিয়মেও একাধিক বদল আসতে চলেছে। কেন্দ্র সরকার ২০২৫ সালের বাজেটে আয়করের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে। ট্যাক্স স্ল্যাব, টিডিএস, ট্যাক্স রিবেট-এ ছাড় দেওয়া হয়, যা ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।
চতুর্থত ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্সও সংশোধন করা হতে পারে। জানা গিয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-সহ বেশ কয়েকটি ব্যাঙ্ক গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স সম্পর্কিত নিয়মের পরিবর্তন আনতে চলেছে। ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে একটি নতুন সীমা নির্ধারণ করা হতে পারে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। নির্ধারিত সেই পরিমাণ টাকা সেভিংস অ্যাকাউন্টে না থাকলে জরিমানাও করা হতে পারে।