ত্রিচির কারুপ্পাস্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত সাত

প্রতিনিধিত্বমূলক ছবি (Getty Images)

মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল চারজন মহিলাসহ সাত পূণ্যার্থীর। আহত হয়েছেন আরও দশজন। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর কাছে মুথায়ামপালায়াম গ্রামে কারুপ্পাস্বামী মন্দিরে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, চিত্র পুর্ণিমার পুজো উপলক্ষে এদিন ভোরেই মন্দিরে জমা হয়েছিল হাজার হাজার পূণ্যার্থ। স্বাভাবিক নিয়মেই চলছিল পূজো। কিন্তু কাল হল মন্দিরের এক রীতিতে। হরির লুটের মতো এই মন্দিরে প্রতি বছরই পুজো শেষে পুরোহিত হাড়ি থেকে কয়েন বের করে পূণ্যার্থীদের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে বিলি করেন। যার নাম পদি কসু৷ এদিনও সেই প্রথা শুরু হওয়ার পরেই মন্দিরে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। তাতেই পদপিষ্ট হয়ে প্রাণ হারান সততান। আহত হয় দশ জন।

ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি মন্দির কমিটি ও প্রশাসনের তরফে মন্দির চত্বর থেকে মানুষকে সরিয়ে দেয়া হয়।