• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সেরামের কর্ণধারও নিলেন টিকা

শনিবার দেশজুড়ে শুরু হল গণটিকাকরণ। আর শনিবারই নিজের সংস্থার তৈরি কোভিশিল্ড টিকা নিলেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা।

প্রতিকি ছবি (File Photo: iStock)

শনিবার দেশজুড়ে শুরু হল গণটিকাকরণ। আর শনিবারই নিজের সংস্থার তৈরি কোভিশিল্ড টিকা নিলেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা। এদিন আদর টুইট করে লিখেছেন, এই টিকাকরণে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি নিশ্চয়ই বড় সাফল্য পাবেন। 

সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, এই ঐতিহাসিক কর্মসূচিতে কোভিশিল্ড একটি অংশ। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আমিও টিকা গ্রহণ করেছি। 

তবে আদর পুনাওয়ালার নিজের সংস্থার তৈরি টিকা নেওয়াতে অন্যদেরও টিকা নেওয়ার ব্যাপারে মনােবল বাড়াবে বলে অনেকেই মত প্রকাশ করছেন। কারণ এখন পর্যন্ত অনেকেই এই টিকার গুণগত মান এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

ডিসিজিআই স্পষ্ট করার পরেও মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে প্রশ্ন উঠেছিল কোভিশিল্ড ও কোভ্যাকসিনের সাইড এফেক্ট রয়েছে কিনা, তা নিয়ে। সেদিক থেকে সেরাম কর্ণধারে এই নিজের সংস্থার তৈরি টিকা নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।