ভোটের ফলের দিকে তাকিয়ে অস্থির সেনসেক্স

মুম্বই, ২৮ মে– বিশেষজ্ঞদের দাবি, দেশে লোকসভা ভোটের ফল বেরোতে আর হাতে গোনা কয়েক দিন রয়েছে৷ তাই বাজার অস্থির৷ এ দিন বহু লগ্নিকারী হাতের শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তুলে নিতে থাকেন লেনদেন বন্ধ হওয়ার আগের মাত্র ৩০ মিনিটের মধ্যে৷ ফলে রেকর্ড গডে়ও পতন হয় বাজারে৷ সোমবার তারই প্রমাণ পাওয়া গেল৷ সেনসেক্স সারা দিনে নামল প্রায় ৮৩৫৷ থামল আগের দিনের থেকে ১৯.৮৯ পয়েন্ট পডে় ৭৫,৩৯০.৫০ অঙ্কে৷ তবু নজির গড়ল সূচক৷ এই প্রথম পেরিয়ে গেল ৭৬,০০০-এর গণ্ডি৷ লেনদেনের মাঝে ৫৯৯.২৯ উঠে পৌঁছল ৭৬,০০৯.৬৮-তে৷ নিফ্টি-ও সর্বকালীন উচ্চতা ২৩,১১০.৮০ ছুঁয়ে দিনের শেষে পডে়ছে ২৪.২৫৷ থিতু হয়েছে ২২,৯৩২.৪৫-এ৷
এর আগে সেনসেক্স ৬ মার্চ ৭৪,০০০-এ পৌঁছেছিল৷ ৯ এপ্রিল প্রথমবার পা রাখে ৭৫,০০০-এ৷ এ বার ছুঁয়ে এল ৭৬,০০০৷
বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, ‘‘হালে শেয়ারের দাম অনেকটা বেডে়ছে৷ তাই দিনের শেষে দ্রুত তা বিক্রি করে মুনাফা ঘরে তোলার হিডি়ক পডে় লগ্নিকারীদের মধ্যে৷ বাজারে কোনও নেতিবাচক বিষয় নেই৷ তবে ভোটের ফল নিয়ে অনিশ্চয়তার জেরে কিছু অস্থিরতা আপাতত থাকবে৷ ফলে সূচকের ওঠানামাও দেখা যাবে বলেই মনে হয়৷’’ আর এক বিশেষজ্ঞ কমল পারেখ বলছেন, দেশের বিভিন্ন সংস্থা গত অর্থবর্ষে আর্থিক ফল খারাপ করেনি৷ তবে তাদের অনেকগুলিরই শেয়ারের দাম আর হিসাবের খাতার সামঞ্জস্য নেই৷ শেয়ার দর বেডে় যেখানে পৌঁছেছে, তার সঙ্গে আয় এবং মুনাফার যুক্তিসম্মত মিল পাওয়া যাচ্ছে না৷ সেই কারণেই বাজারে এখন ঝুঁকি আগের থেকে অনেকটা বেডে়ছে৷ ফলে লগ্নি করলেও অনেকে সুযোগ পেলেই মুনাফা তুলে নিচ্ছেন৷