মুম্বই, ৭ মে– কঙ্গনা শুধু বিজেপিতে যোগই দেননি, রীতিমত এবার লোকসভা নির্বাচনে তিনি গেরুয়া শিবিরের প্রার্থী৷ এবার আরেক অভিনেতাকে দেখা গেল পদ্মবনে৷ বিজেপিতে যোগ দিলেন ‘হিরামান্ডি’র নবাব জুলফিকার৷ দীর্ঘ অভিনয় জগতে বিচরণ করার পর এবার পদ্মবনে যোগ দিলেন শেখর সুমন৷ মঙ্গলবার বিজেপির সদর দফতরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওডে় এবং অন্য নেতৃবৃন্দ৷ উল্লেখ্য, গত রবিবার কংগ্রেসের মিডিয়া সেলের কোঅর্ডিনেটর পদ থেকে ইস্তফা দেওয়া রাধিকা খেরাও এদিন বিজেপিতে যোগ দেন৷ লোকসভা নির্বাচনের মধ্যে তিনি বিজেপিতে যোগ দিলেও ভোটে প্রার্থী করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়৷
দলে যোগ দিয়ে সুমন বলেন, গতকাল পর্যন্তও জানতাম না, আজ এখানে এসে বসব৷ শেখর বলেন, জীবনে অনেক কিছুই ঘটে যায়, তা কখনও জ্ঞাতসারে হয়, কখনও অজ্ঞাতে৷ আমি এখানে এসেছি ভিতর থেকে তাগিদ অনুভব করে৷ আমাকে এখানে আনার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাতে ভোলেননি সুমন৷ তিনি আরও বলেন, আমি দেশের কথা ভেবেই রাজনীতিতে এসেছি৷ এ দেশের মানুষ অনেক প্রতিশ্রুতির কথা শুনেছে৷ কিন্ত্ত বলা আর করার মধ্যে অনেক তফাত আছে৷ আমি এখানে বসে যদি বলে যাই তাহলে হয়তো অনেকের থেকে ভালো বলব৷ কিন্ত্ত আমি কিছু করে দেখাতে চাই৷ যা মুখে বলতে চাই না৷
শেখর সুমনের সাম্প্রতিক কাজ হল সঞ্জয়লীলা বনশালির পরিচালনায় জুলফিকার আহমেদের ভূমিকায় অভিনয়৷ ১৯৪০ সালের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে প্রেম, ক্ষমতা, প্রতিহিংসার এক মহাকাব্যিক রূপায়ণ এই ওয়েব সিরিজটি৷ ১৯৮৪ সালে শশী কাপুরের প্রযোজনায় গিরিশ কারনাডের পরিচালনায় উৎসব ছবিতে আত্মপ্রকাশ করেন শেখর সুমন৷