ছত্তিশগড়ে নকশাল হামলায় শহিদ পুলিশকর্মী। সোনপুর এবং কোহকামেটা থানার সীমানাবর্তী জঙ্গলে এক সংঘর্ষে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) বাহিনীর এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাঁর নাম বীরেন্দ্র কুমার সোরি। ২০১০ সালে ছত্তিসগঢ় পুলিশে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন তিনি। পরে হেড কনস্টেবল পদ পান তিনি। মাওবাদী বিরোধী অভিযানে অত্যন্ত দক্ষ ছিলেন বীরেন্দ্র।
নিরাপত্তা বাহিনীর একটি দল নারায়ণপুর জেলার আবুজমাদ এলাকার জঙ্গলে নকশাল বিরোধী অভিযানে গিয়েছিল। দুপুর ১টা নাগাদ নিরাপত্তা বাহিনী নকশালদের মুখোমুখি হয়। নকশালরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে। এরপরই নকশালদের লক্ষ্য করে পাল্টা গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। এই এনকাউন্টারে নারায়ণপুরের হেড কনস্টেবল বীরেন্দ্র কুমার সোরি আহত হন। পরে মৃত্যু হয় তাঁর।
এই এনকাউন্টারে সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা ‘পিপল্স লিবারেশন গেরিলা আর্মি’ (পিএলজিএ)-র কেউ হতাহত হননি বলে খবর। এর আগে মঙ্গলবার নকশাল প্রভাবিত নারায়ণপুর জেলা এবং ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলার আবুজহমাদ এলাকায় নিরাপত্তা বাহিনী নকশাল বিরোধী অভিযান শুরু করেছিল। জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর একটি যৌথ দল উভয় জেলায় এই অভিযান শুরু করেছিল।
গত ১০ বছরে ছত্তিশগড়ে মাওবাদীদের হাতে নিহত হয়েছেন সাড়ে ছ’হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী, সরকারি কর্মচারী, রাজনৈতিক নেতা এবং সাধারণ নাগরিক। কয়েকদিন ধরেই অশান্ত রয়েছে ছত্তিশগড়। দিন কয়েক আগে পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর অভিযানে কোন্ডাগাঁও, জাবকাসা এলাকা থেকে ২ কেজি ওজনের তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বাজেয়াপ্ত হয়।