• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

কৃষক মিছিল আটকাতে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে মোতায়েন করা হল পুলিশ

বিকেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের ডাকে সাড়া দিয়ে কৃষকদের এই প্রতিবাদ মিছিল দুপুরে শুরু হওয়ার কথা, নয়ডার মহামায়া উড়ালপুলের নিচে। বিকেপি নেতা সুখবীর খলিফা প্রথম দলটিকে নেতৃত্ব দেবেন।

চিলিয়া সীমান্তে মোতায়েন করা নিরাপত্তা বাহিনী। ছবি: ইন্টারনেট।

সোমবার উত্তরপ্রদেশের অসংখ্য আন্দোলনকারী কৃষক বিভিন্ন কৃষক সংগঠনের ছত্রছায়ায় একত্রিত হয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। উদ্দেশ্য, তাঁদের দাবিদাওয়া সরকারের কাছে পৌঁছে দেওয়া। তাই সকাল থেকেই উত্তরপ্রদেশ-দিল্লির চিলিয়া সীমান্তকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
এই আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিচ্ছে ভারতীয় কিষাণ পরিষদ (বিকেপি)। এছাড়াও সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে কিষাণ মজদুর মোর্চা (কেএমএম) এবং সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)। কৃষকদের দাবি মূলত ক্ষতিপূরণ, কৃষিভিত্তিক সংস্কার এবং ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র বিধিসম্মত নিশ্চয়তা আদায় করে নেওয়া। এই উদ্দেশেই তাঁরা ‘দিল্লি চলো’ ডাক দিয়েছেন।
এই পদযাত্রার ফলে উত্তেজনা ছড়াতে পারে – এই আশঙ্কায় নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। পুলিশ ও র‍্যাফ বাহিনী মোতায়েন করা হয়েছে। দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য বিশেষ গাড়ি চিলিয়া সীমান্তে রাখা হয়েছে, যাতে প্রতিবাদী কৃষকেরা সীমান্ত দিল্লিতে ঢুকে পড়তে না পারে।
এই ব্যাপারে ইস্ট দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ অপূর্বা গুপ্ত জানান, ‘কৃষকদের পদযাত্রার ব্যাপারে আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। যেহেতু সংসদের অধিবেশন চলছে, তাই দিল্লিতে ঢোকবার জন্য কোনও অনুমতি তাঁদের দেওয়া হয়নি। আমরা নয়ডা পুলিশের সঙ্গে যোগাযোগ বজায় রাখছি, যাতে কোনও আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং স্বাভাবিক যানবাহন পরিষেবা ব্যাহত না হয়। দিল্লি ও উত্তরপ্রদেশের সমস্ত প্রধান ও অপ্রধান সীমান্তে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।’
বিকেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের ডাকে সাড়া দিয়ে কৃষকদের এই প্রতিবাদ মিছিল দুপুরে শুরু হওয়ার কথা, নয়ডার মহামায়া উড়ালপুলের নিচে। বিকেপি নেতা সুখবীর খলিফা প্রথম দলটিকে নেতৃত্ব দেবেন।