ধর্ম ও প্রকৃতির সমৃদ্ধিতে কামাখ্যা দর্শন
রুনা চৌধুরি (দাস) পুণ্যতীর্থ ভারতবর্ষে হিন্দুদের পবিত্র তীর্থস্থানগুলি প্রাকৃতিক শোভায় অতি মনোরম। এইসব তীর্থে গেলে মনপ্রাণ যেমন জুড়িয়ে যায়। ভারতের বুকে যতগুলি মহাতীর্থস্থান আছে। সতীপীঠ কামাখ্যা হলো তার মধ্যে মহাপুণ্যস্থান। এটি আসামের বৈচিত্র্যময় কামরূপ রাজ্য অবস্থিত। মহাপীঠ দেখতে হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে দুপুর ৩.৪৫-এর ট্রেনে গুয়াহাটি অভিমুখে রওনা হলাম। ফরাক্কার বাঁধ, নিউজলপাইগুড়ি, গোয়ালপাড়া, কামাখ্যা