• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ৬২৪ জন চিকিৎসকের 

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে দিল্লিতে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসােসিয়েশন বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে।

প্রতিকি ছবি (File Photo: AFP)

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে দিল্লিতে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসােসিয়েশন বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে। এই বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানাে হয় করােনার দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত দেশজুড়ে চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুধুমাত্র দিল্লিতেই করােনা আক্রান্ত হয়েছে ১০৯ জন চিকিৎসক মারা গেছেন। মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ২৩ জন চিকিৎসক। 

মাস চারেক আগে হঠাৎই মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। মহারাষ্ট্রের ঘটনাটি করােনার দ্বিতীয় ঢেউ বলে দেশে বিবেচিত হয়। দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্র সবচেয়েছ ক্ষতিগ্রস্ত রাষ্ট্র। 

Advertisement

বিহারে করােনা আক্রান্ত হয়ে ৯৬ জন চিকিৎসক মারা গিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ৭৯ জন চিকিৎসক মারা গিয়েছেন করােনায়। ৩৯ জন চিকিৎসক মারা গিয়েছেন রাজস্থানে। ৩৪ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন ঝাড়খণ্ডে। ৩০ জন চিকিৎসক পশ্চিমবঙ্গে করােনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন।

Advertisement

Advertisement