• facebook
  • twitter
Thursday, 20 February, 2025

চার ঘন্টার ব্যবধানে কুম্ভে দ্বিতীয় পদপিষ্টের ঘটনা? বাড়ছে জল্পনা

প্রায় দুই কিলোমিটার দূরে দ্বিতীয় এই দুর্ঘটনাটি ঘটে

প্রতিনিধিত্বমূলক চিত্র

মঙ্গলবার গভীর রাতে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটে রাত দুটো নাগাদ। সঙ্গমের কাছে এই ঘটনায় ভিড়ের চাপে পা দিয়ে মাড়িয়ে যাওয়ার ঘটনায় এখনও ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু গুঞ্জন ছড়িয়েছে তার কয়েকঘন্টা পরেই অর্থাৎ বুধবার ভোরে আরও একটি পদপিষ্টের ঘটনা ঘটেছে। অনেকের ধারনা, সেই দ্বিতীয় পর্যায়ের বিপর্যয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে।

প্রসঙ্গত মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার কুম্ভমেলার ‘শাহি স্নান’। কিন্তু সেই অমৃত স্নানের জন্য মঙ্গলবার রাত থেকে প্রবল ভিড় শুরু হয়। রাত ২টো নাগাদ ত্রিবেণী সঙ্গমের কাছে ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মধ্যবর্তী অংশের ব্যারিকেড ভেঙে ঘটে বিপত্তি। প্রবল জনস্রোতে ধাক্কা লেগে পুণ্যার্থীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আত্মরক্ষার তাগিদে একজন আর একজনকে মাড়িয়ে চলে যায়। মৃত্যু হয় বহু মানুষের। বেলার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে সূত্রের খবর, বুধবার প্রথম পদপিষ্টের চার ঘন্টা পরে দ্বিতীয় পদপিষ্টের ঘটনা ঘটে। এদিন ভোরে ৫টা ৫৫মিনিটে ত্রিবেণী সঙ্গমের কাছে ঝুসিতে দ্বিতীয় পদপিষ্টের ঘটনা ঘটে। এব্যাপারে ইন্ডিয়া টুডে-র এক সহকারী সংস্থা লাল্লানটপ জানিয়েছে, দ্বিতীয়বারের এই ঘটনায় ধাক্কাধাক্কির জেরে অনেকে রাস্তায় পড়ে গিয়েছিলেন। তাঁদের মাড়িয়ে চলে যান অন্যরা। রাত ২টো নাগাদ যেখানে প্রথম বিপর্যয় ঘটেছিল, দ্বিতীয় এই দুর্ঘটনাটি ঘটে সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।

সেখানে দেখা যায়, পদপিষ্টের জেরে প্রচুর জামাকাপড়, জলের বোতল ও জুতো স্তূপ হয়ে রয়েছে। এক প্রত্যক্ষদর্শী নেহা ওঝা জানিয়েছেন, ‘ওখানে অনেক দেহ পড়েছিল। সেগুলি নিয়ে কেউ কথা বলছে না। দম আটকে যাঁরা মারা গিয়েছেন, দুপুর দেড়টা নাগাদ তাঁদের দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার চার ঘণ্টা পরে এক মহিলা কনস্টেবল এসেছিলেন। এই জায়গার ভিডিও তুলতে দেওয়া হয়নি।’

এ বিষয়ে লাল্লানটপের সাংবাদিকরা জানিয়েছেন, ঝুসিতেও ধাক্কাধাক্কির জেরে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটে। দ্বিতীয় এই ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক হলে সেখান থেকে বেশ কয়েকজনের দেহ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায়। যদিও সেই ঘটনার কথা সামনে আসেনি। এই ঘটনায় কতজন হতাহত হয়েছে সেবিষয়েও সরকারিভাবে কিছু জানানো হয়নি।