দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করা বাধ্যতামূলক। অন্যথায় দ্বিতীয় বিয়ের কোনও বৈধতা থাকবে না বলে রায় দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। তেলেঙ্গানা হাইকোর্ট আরও বলেছে, মিথ্যে বিয়ের অজুহাতে দ্বিতীয় স্ত্রীয়ের সঙ্গে সহবাস ধর্ষণের শামিল। সম্প্রতি এক মামলায় এই রায় দিয়েছে তেলেঙ্গানা হাই কোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি বিআর মধুসূদন রাওয়ের ডিভিশন বেঞ্চে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই রায় দেয় উচ্চ আদালত। এই মামলায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন দ্বিতীয় স্ত্রী।
দ্বিতীয় স্ত্রীয়ের অভিযোগ, বিয়ের সময়ে প্রথম স্ত্রীয়ের সঙ্গে যে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়নি সেই তথ্য স্বামী তাঁর কাছে গোপন করেছিলেন। এজন্য দ্বিতীয় বিয়ের বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। প্রথমে তেলেঙ্গানার এক পারিবারিক আদালতে মামলা করেছিলেন দ্বিতীয় স্ত্রী। তাঁর অভিযোগ, তাঁর স্বামীর প্রথম বিবাহিত জীবন সম্পর্কে স্বামী তাঁকে মিথ্যে বলে তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন। তাই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ছাড়াও তিনি এক কোটি টাকা খোরপোশও দাবি করেন। কিন্তু ওই মামলা খারিজ করে দেয় আদালত।