দিল্লি, ১২ মার্চ– লোকসভা ভোটের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস৷ আগে প্রথম দফায় ৩৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস৷ মঙ্গলবার দ্বিতীয় তালিকায় আরও ৪৩ জনের নাম ঘোষণা করা হল৷ দুই পর্ব মিলিয়ে কংগ্রেস এখনও পর্যন্ত মোট ৮২ আসনের প্রার্থী ঘোষণা করল৷ কংগ্রেসের দ্বিতীয় তালিকায় দলের সিনিয়ররা প্রাধান্য পেলেন না তাদের পরিবর্তে দেখা গেল পরবর্তী প্রজন্মকে৷ সিনিয়র নেতাদের বংশধরদের ওপর দায়িত্ব তুলে দিয়ে কংগ্রেস ফের একবার পরিবারতন্ত্রের বুলি আওড়ালো বলেই মত রাজনৈতিক মহলের৷
এই তালিকায় সবচেয়ে বড় নাম নকুল নাথ, বৈভব গেহলত এবং গৌরব গগৈয়ের৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ দাঁড়াচ্ছেন তাঁর কেন্দ্র ছিন্দওয়াড়া থেকেই৷ অশোক গেহলতের ছেলে বৈভব গেহলত ফের প্রার্থী হচ্ছেন৷ বৈভব এবার লড়বেন রাজস্থানের ঝালোর কেন্দ্র থেকে৷ আগেরবার যোধপুর থেকে লড়াইয়ে নেমে পরাস্ত হন তিনি৷ কেন্দ্র বদল হচ্ছে গৌরব গগৈয়েরও৷ তিনি অসমের কলিয়াবরের বদলে প্রার্থী হচ্ছেন জোরহাট থেকে৷ রাজস্থানের চুরু থেকে কংগ্রেসের টিকিট পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের জামাই রাহুল কাসওয়ান৷
দ্বিতীয় তালিকায় কংগ্রেস যে ৪৩ জনের নাম ঘোষণা করেছে তার মধ্যে ৩৩ জনই সংখ্যালঘু, তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের প্রতিনিধি৷ দ্বিতীয় তালিকায় অসমের ১২, গুজরাতের ৭, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ১০টি করে এবং দমন দিউয়ের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে৷ এই প্রার্থীদের ৭৫ শতাংশেরও বেশির বয়স ৬০ বছরের কম৷
ইতিমধ্যেই বিজেপি ১৯৫ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে৷ শিঘ্রই বিজেপির দ্বিতীয় তালিকাও প্রকাশ্যে আসবে৷ সে তুলনায় কিছুটা পিছিয়েই রয়েছে কংগ্রেস৷