• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৬৪৩ বার ট্র্যাফিক আইন অমান্যকারী স্কুটিকে খুঁজতে কামঘাম পুলিশের

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি– গতবছরের জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর, মাত্র এই ১১ মাসেই তাঁর স্কুটি ৬৪৩ বার আইন ভেঙেছে৷ জরিমানাও হয়েছে মোটা অঙ্কের৷ সব মিলিয়ে ৩ লাখ ২২ হাজার টাকার জরিমানা বকেয়া রয়েছে তাঁর৷ বিষয়টি নজরে আসতেই তাজ্জব হয়ে গিয়েছে ট্র্যাফিক পুলিশও৷ ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরু শহরের৷ ওই স্কুটি বা স্কুটিচালককে হন্যে হয়ে খুঁজছেন বেঙ্গালুরুর ট্র্যাফিক পুলিশের

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি– গতবছরের জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর, মাত্র এই ১১ মাসেই তাঁর স্কুটি ৬৪৩ বার আইন ভেঙেছে৷ জরিমানাও হয়েছে মোটা অঙ্কের৷ সব মিলিয়ে ৩ লাখ ২২ হাজার টাকার জরিমানা বকেয়া রয়েছে তাঁর৷ বিষয়টি নজরে আসতেই তাজ্জব হয়ে গিয়েছে ট্র্যাফিক পুলিশও৷ ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরু শহরের৷ ওই স্কুটি বা স্কুটিচালককে হন্যে হয়ে খুঁজছেন বেঙ্গালুরুর ট্র্যাফিক পুলিশের অফিসাররা৷ কিন্ত্ত এখনও পর্যন্ত ধরা যায়নি৷ পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই স্কুটির রেজিস্ট্রেশন নম্বর কেএ০৪কেএফ৯০৭২৷ ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি যতবার আইন ভেঙেছেন, তার বেশিরভাগই হয়েছে আরটি নগর তরলাবালু জংশন এলাকায়৷ মোট যতবার ট্র্যাফিক বিধি ভেঙেছেন, তার ৬০ শতাংশই হয়েছে ওই চত্বরে৷ সেই দৃশ্য ধরাও পডে়ছে ক্যামেরায়৷
প্রত্যেকবার রাস্তায় বসানো ক্যামেরায় দেখা গিয়েছে, হেলমেট ছাড়াই ঘুরে বেরাচ্ছেন ওই ব্যক্তি৷ যেন হেলমেট কী জিনিস, জানেনই না এই ব্যক্তি৷ পিছনে আবার আর একজনকে নিয়েও স্কুটি চালাতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে৷ তার মাথাতেও হেলমেট নেই৷ এভাবে বেপরোয়া স্কুটি চালিয়ে তিনি যেমন নিজের জন্য বিপদের আশঙ্কা তৈরি করছেন, তেমনই পথচলতি অন্যান্য গাডি়র চালকের জন্যও বিপদ বাড়াচ্ছেন৷ আর এই বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশ৷