অর্থাভাবে স্কুলে বেতন দিতে না পারায় বার্ষিক পরীক্ষায় বসতে দেয়নি স্কুল। অভিমানে আত্মহননের পথ বেছে নিল নবম শ্রেণির পড়ুয়া। পড়ুয়ার অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। পড়ুয়ার নাম রিয়া প্রজাপতি। বেতনের ৮০০ টাকা বাকি থাকায় ওই পড়ুয়াকে স্কুলের বার্ষিক পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ।