দিল্লি, ২৫ মে – শনিবার দেশজুড়ে সম্পন্ন হল ষষ্ঠ দফায় নির্বাচন।বিহার ও পশ্চিমবঙ্গের ৮টি আসনে শনিবার ভোট হয়। অন্যদিকে দিল্লিতে ৭টি আসন, হরিয়ানার সবকয়টি অর্থাৎ ১০টি আসন, ঝাড়খণ্ডের ৪টি আসন, ওড়িশার৬ টি, উত্তর প্রদেশের ১৪টি আসন, জম্মু-কাশ্মীরে ১টি আসন তথা অনন্তনাগ-রাজৌরি ভোট হয় শনিবার। জম্মু-কাশ্মীরের এই আসনটিতে ভোট হওয়ার কথা ছিল তৃতীয় দফায়। তবে তা পিছিয়ে ষষ্ঠ দফায় ভোটের কথা ঘোষণা করা হয়। ষষ্ঠ দফায় ৫৮ টি লোকসভা আসনে ভোট গ্রহণ হয় ৷
-
- বিকেল ৫ টা পর্যন্ত দেশজুড়ে ভোট পড়েছে ৫৭. ৭০ শতাংশ
- বিহার – ৫২.২৪ শতাংশ
- হরিয়ানা – ৫৫.৯৩ শতাংশ
- জম্মু – ৫১.৩৫ শতাংশ
- ঝাড়খণ্ড – ৬১.৪১ শতাংশ
- এনসিটি দিল্লি – ৫৩.৭৩
- ওড়িশা- ৫৯.৬০ শতাংশ
- পশ্চিমবঙ্গ – ৭৭.৯৯ শতাংশ
- উত্তরপ্রদেশ- ৫২.০২ শতাংশ
- বিকেল পাঁচটা পর্যন্ত বাংলার কোথায় কত ভোট পড়ল
- তমলুক – ৭৯. ৭৯ শতাংশ
কাঁথি – ৭৫.৬৬ শতাংশ
ঘাটাল – ৭৮.৯২শতাংশ
ঝাড়গ্রাম – ৭৯.৬৮শতাংশ
মেদিনীপুর – ৭৭.৫৭ শতাংশ
পুরুলিয়া – ৭৪.০৯ শতাংশ
বাঁকুড়া – ৭৬.৭৯ শতাংশ
বিষ্ণুপুর – ৮১.৪৭ শতাংশ
দিল্লিতে প্রথম ভোট দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দিল্লির অটল আদর্শ বিদ্যালয়ের বুথে সস্ত্রীক ভোট দেন বিদেশমন্ত্রী ৷ এরপর তিনি সাংবাদিকদের বলেন, “আমরা সদ্য আমাদের ভোট দিয়েছি ৷ আমি এই বুথে প্রথম পুরুষ ভোটার ৷ আমি দেশবাসীকে বলব, তাঁরা সবাই বেরিয়ে এসে ভোট দিন৷ এটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত ৷”
দিল্লিতে স্ত্রী কল্পনা দাসকে সঙ্গে নিয়ে ভোট দেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়৷ সাংবাদিকদের তিনি বলেন, “আজ আমি একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পূরণ করলাম৷আগেও বলেছি, এটা প্রত্যেক নাগরিকের গুরুত্বপূ্ণ কর্তব্য ৷”
দিল্লিতে ভোট দিলেন গান্ধি ও বঢরা পরিবারের সদস্যরা৷ ভোট দিয়ে ছবি পোস্ট করেন সোনিয়া ও রাহুল গান্ধি। ভোটকেন্দ্রে যাওয়ার আগে মা সোনিয়ার সঙ্গে সেলফি তোলেন কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ রাহুল গান্ধি৷ দিল্লির বুথে ভোট দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ভোটের লাইনে আমজনতার সঙ্গে লাইনে দাঁড়াতে দেখা যায় প্রিয়াঙ্কার ছেলে রাইহান রাজীব বঢরা, মিরায়া বঢরাকে৷ তাঁরাও ভোটাধিকার প্রয়োগ করেন৷ ভোট দিলেন রবার্ট বঢরা ৷ ভোট দেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা ।
সাড়ে বারোটা নাগাদ সপরিবারে ভোট দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাঁচিতে ভোট দেন ধোনি।আমি স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দিয়েছি”, ভোট দিয়ে বলেন প্রবীণ সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত ৷ দিল্লিতে ভোট দেন প্রকাশ কারাত।
‘এটা আমাদের সকলের জন্য একটা গৌরবের মুহূর্ত”, ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার৷ এদিন সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব ৷ তিনি সাংবাদিকদের বলেন, “আমি খুশি যে আমরা অন্তত পক্ষে গণতন্ত্রে বাস করছি ৷ সবসময় সরকার কী করবে সেটা গুরুত্বপূর্ণ নয় ৷ সরকারকে সাহায্য করতে আমরা কী করতে পারি, সেটা আমাদের উপরই নির্ভর করছে ৷” ওড়িশার ভুবনেশ্বরের ভোটকেন্দ্রে ভোট দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷
দিল্লির একটি বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷দিল্লির একটি বুথে ভোট দিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ সস্ত্রীক ভোট দেন দেশের উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷
শনিবার দেশজুড়ে ১১ কোটি ১৩ লক্ষ ভোটার ৮৮৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন ৷ এরপর সপ্তম তথা শেষ দফার ভোট ১ জুন।