তথ্য জানাতে হবে আরবিআইকে,শেষ সুযোগ:সুপ্রিম কোর্ট

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI). (File Photo: IANS)

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)কে শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়ে দিল ব্যাঙ্কগুলির বার্ষিক ইন্সপেকশন রিপাের্ট এবং তথ্য জানার অধিকার আইনের (আরটিআই)মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অনাদায়ী ঋণগ্রহীতাদের নামের তালিকা প্রকাশ করতে হবে।আরবিআইয়ের বিরুদ্ধে  আদালত অবমাননার একটি মামলা দায়ের করেছেন আরটিআই সক্রিয়তাবাদী কর্মী সুভাষচন্দ্র আগরওয়াল এবং গিরিশ মিত্তল।শীর্ষ আদালতের একটি বেঞ্চে এই মামলার শুনানির সময় উক্ত মন্তব্য করেছে আদালত।এর আগে সুপ্রিম কোর্ট তাদের একটি রায়ে পরিষ্কার জানিয়েছিল যদি আইনে ছাড় না থাকে,তাহলে উক্ত তথ্য আরবিআই প্রকাশ করতে বাধ্য।কিন্তু তা সত্ত্বেও আরবিআই উক্ত তথ্য প্রকাশ করেনি,যার ফলে আদালত অবমাননার মামলা দায়ের হয়।কিন্তু এদিন সুপ্রিমকোর্ট তাদের নির্দেশ দেওয়ার সময় আদালত অবমাননার বিষয়টি তােলেনি।

প্রসঙ্গত উল্লেখ্য,গত জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট আরবিআইয়ের বিরুদ্ধে একটি আদালত অবমাননার নােটিশ জারি করে দেশের শীর্ষ ব্যাঙ্ক আরটিআইয়ের মাধ্যমে ব্যাঙ্কগুলির ইন্সপেকশন রিপাের্ট কেন প্রকাশ করেনি,তা জানতে চায়।আবেদনকারীদের বক্তব্য ছিল আরবিআই গভর্নর উরজিত প্যাটেলের আমলে ‘ইচ্ছাকৃত’ভাবে শীর্ষ আদালতের রায়কে অবজ্ঞা করেছিল যেখানে পরিষ্কার নির্দেশ ছিল আরটিআইর মাধ্যমে তথ্যগুলি প্রকাশ করতে হবে আরবিআইকে।বিচারপতি এ টি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আরবিআইকে বলেছিল আরটিআইয়ের মাধ্যমে যাবতীয় তথ্য প্রকাশের নীতির সমীক্ষা করুক শীর্ষ ব্যাঙ্ক,কারণ এটা তাদের আইনি কর্তব্য।সুপ্রিম কোর্ট এ বিষয়ে সতর্ক করেছিল আরবিআইকে।কারণ শীর্ষ আদালত এটাও জানিয়েছিল আরটিআইয়ের মাধ্যমে তথ্য না জানানাে আসলে সুপ্রিম কোর্টের ২০১৫ সালের একটি রায়ের উলঙঘন।২০১৫ সালের ডিসেম্বর মাসে আবেদনকারী আরটিআইয়ের মাধ্যমে আইসিআইসিআই ব্যাঙ্ক,অ্যাক্সিস ব্যাঙ্ক,এইচডিএফসি ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্কের ২০১১ সালের এপ্রিল মাস থেকে বর্তমান সময় পর্যন্ত ইন্সপেকশন রিপোর্ট আরটিআইয়ের মাধ্যমে আরবিআইয়ের কাছে দাবি করেছিলেন।২০১৬ সালের জানুয়ারি মাসে আরবিআই সেইসব তথ্য দিতে অস্বীকার করে কারণ আরবিআইয়ের মতে উক্ত তথ্যগুলি প্রকাশ করার ব্যাপারে আরটিআই ধারায় এবং আরবিআই আইনে তাদের ছাড় রয়েছে। তাই সেটা দিতে আরবিআই বাধ্য নয়।তখন সুপ্রিম কোর্ট জানিয়েছিল যারা এই তথ্য চাইছেন। তাদের আরবিআই আইনি স্বচ্ছতার খাতিরে বঞ্চিত করতে পারে না যদি আইনে এইসব তথ্য প্রকাশে বাধা না থাকে।তবে আরবিআই তখনও অনড় ছিল কারণ তাদের অবস্থান ছিল ব্যাঙ্কের ইন্সপেকশন রিপােট তারা প্রকাশ করতে পারে না কারণ সেই রিপোর্টে অছি ব্যবস্থা সংক্রান্ত তথ্য থাকে যা প্রকাশযােগ্য নয়।শুক্রবার তাদের রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক তাদের এই বিষয়ে অবস্থান পুনর্বিবেচনা করুক এবং শীর্ষ আদালত তার জন্য আরবিআইকে শেষ সুযোগ দিচ্ছে।যদি এরপর আদালতের রায়কে উপেক্ষা করে আরবিআই তাহলে গুরুতর পদক্ষেপ নিতে বাধ্য হবে শীর্ষ আদালত।