১০০ দিনের টাকা নিয়ে ফের সংসদে সরব তৃণমূল

দিল্লি, ৩০ জুলাই – একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে মকসোভায় সরব হলেন শ্রীরামপুরের তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে সরব হন তিনি।  অন্যদিকে কল্যাণের প্রশ্নের জবাব দিতে গিয়ে বাংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।  

 কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সংসদে বলেন, ‘রেগার আইন মোতাবেক কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ দিতে বাধ্য।  এটি কারো পছন্দ -অপছন্দের বিষয় নয়। ‘  কল্যাণের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে। এই নিয়ে গত বছর অক্টোবর মাসে দিল্লিতে কৃষি ভবনে অভিযান করে তৃণমূল, যার ভাতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  সেই সময় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন গিরিরাজ। 
 
তবে ১০০ দিনের কাজের রাজ্যের ৫৯ লক্ষ শ্রমিককে তাঁদের বকেয়া টাকা দিয়েছে রাজ্য সরকার।  লোকসভায় মঙ্গলবার শিবরাজ বলেন, ‘নরেন্দ্র মোদির স্লোগান না খাউঙ্গা , না খানে দুঙ্গা। ‘ বাংলাযা ১০০ দিনের কাজের টাকা নিয়ে অনেক অনিয়ম হয়েছে।  এই তহবিলের টাকা অন্যত্র খরচ হয়েছে।
 
 দুর্নীতির বিরুদ্ধে এফআইআর হলে সরকার অভিযুক্তদের আড়াল করেছে।  প্রকল্পের নামও বদলে দেওয়া হয়েছে।  অন্যদিকে তৃণমূলের দাবি, ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপি বাংলায় হারার পর থেকেই ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে।  ভোটে জিততে না পেরে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। সংসদে যখন কল্যাণ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছেন কেন্দ্রের বিরুদ্ধে তখন পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন শিবরাজ।