দিল্লি, ৩০ জুলাই – একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে মকসোভায় সরব হলেন শ্রীরামপুরের তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে সরব হন তিনি। অন্যদিকে কল্যাণের প্রশ্নের জবাব দিতে গিয়ে বাংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।