দিল্লি, ২ এপ্রিল– আবগারি মামলায় বিড়ম্ভবনায় দিল্লির আম আদমি পার্টি৷ বর্তমানে তিহাড় জেলে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল৷ কিন্তু এরই মাঝে কিছুটা স্বস্তির খবর পেঁৗছাল আপের সদর দফতরে৷ জামিন পেলেন দলের নেতা সঞ্জয় সিং৷ সু্প্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে৷ গত বছর অক্টোবর মাসে আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন সঞ্জয়৷ ৬ মাস পর ভোটের মুখে জামিন পেলেন তিনি৷
গত মাসে এই মামলাতেই ইডি গ্রেফতার করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে৷ এর আগে আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন আপ নেতা সত্যেন্দ্র সিং, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷ আম আদমি পার্টির মোট চারজন বড় মাপের নেতার গ্রেফতারিতে হইচই পডে় গেছে৷ তারই মধ্যে মঙ্গলবার শীর্ষ আদালত জামিন মঞ্জুর করল সঞ্জয় সিংয়ের৷ তবে ইডি এই জামিনের কোনও বিরোধিতা করেনি৷
আপ নেতাকে জামিন দিয়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, তাঁকে কিছু শর্ত মানতে হবে যা ঠিক করে দেবে আদালত৷ সবথেকে বড় স্বস্তির বিষয়, আসন্ন লোকসভা যেখানে দলের প্রধান জেলে কাজকর্ম হবে কি করে তার দুঃশ্চিন্তায় ভুগছে আপ সেখানে ভোটে দলের হয়ে কাজ করতে পারবেন সঞ্জয় সিং৷ রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হতে কোনও বাধা নেই তাঁর৷
যদিও অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর থেকেই আপ-এর তরফে জানানো হচ্ছে যে, জেল থেকেই তিনি সরকার চালাবেন৷ ইতিমধ্যে আবার কেজরিওয়ালের স্ত্রী সুনীতাকেও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে৷ মঙ্গলবারই কেজরিওয়ার পত্নী সুনীতা মুখ্যমন্ত্রীর বাংলোয় আপ বিধায়কদের বৈঠকে ডেকেছেন৷ সেই বৈঠক থেকে কী বেরিয়ে আসে তার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের৷ তবে জেল থেকে একজন মুখ্যমন্ত্রীর কাজ করা যে সম্ভব নয় তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ তারপর মাথায় লোকসভা ভোট৷