কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে উত্তরাধিকার করকে মান্যতা দিলেন স্যাম পিত্রোদা 


দিল্লি, ২৪ এপ্রিল – কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে সম্পদ পুনর্বণ্টনের বিষয়টিকে সম্পূর্ণভাবে মান্যতা দিলেন স্যাম পিত্রোদা।  কংগ্রেস সম্প্রতি তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে সম্পদ পুনর্বণ্টনের প্রতিশ্রুতি দিয়েছে। আর এই ইস্যুকে হাতিয়ার করেই বিরোধীদের উদ্দেশে ক্রমাগত আক্রমণ শানিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা সম্প্রতি জানান, তাঁর দল ইস্তাহারে যে সম্পদ পুনর্বণ্টনের কথা বলেছে, তা তিনি সমর্থন করেন। শুধু তাই নয়, আমেরিকার মতো উত্তরাধিকার আইন প্রণয়নেরও প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর কথায়, বাবা-মা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তির সম্পূর্ণ ভাগ সন্তানদের পাওয়া উচিত নয়।  

সম্প্রতি কংগ্রেস তাদের লোকসভা নির্বাচনের ইস্তেহারে সম্পত্তি পুনর্বন্টনের আশ্বাস দিয়েছেন। আর এই ইস্যুকে হাতিয়ার করে সরব হয়েছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই ইস্যুতেই এবার মুখ খুললেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা। কংগ্রেসের সিদ্ধান্তকে শুধু সমর্থনই করেননি, সেই সঙ্গে আমেরিকার বিশেষ করের কথাও উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে স্যাম পিত্রোদা আমেরিকার ‘ইনহেরিটেন্স ট্যাক্স’ বা উত্তরাধিকার আইনের কথা উল্লেখ করেন। তিনি জানান, আমেরিকায় ‘ইনহেরিটেন্স ট্যাক্স’ নামে এক বিশেষ কর প্রচলিত আছে। উদাহরণ হিসেবে তিনি জানান, যদি কোনও ব্যক্তির ১০০ মিলিয়ন ডলারের সম্পত্তি থাকে, তাহলে তাঁর মৃত্যুর পর তাঁর সন্তান আনুমানিক ৪৫ শতাংশ সম্পত্তি পাবে, বাকি ৫৫ শতাংশ চলে যাবে সরকারের হাতে। পিত্রোদা বলেন, ‘এই আইন খুবই যুক্তিযুক্ত। আপনি জীবদ্দশায় যে সম্পত্তি তৈরি করেছেন, আপনার চলে যাওয়ার পর তার কিছু অংশ সাধারণ মানুষের জন্য রেখে যান। সন্তানও বঞ্চিত হবেন না, অর্ধেক সম্পত্তি পাবেন ।এটা আমার কাছে ন্যায্য বলে মনে হয়।’ 

 

এই পুরো বিতর্কের সূত্রপাত গত ৬ এপ্রিল। ওই দিনই রাহুল গান্ধি ঘোষণা করেছিলেন, সম্পত্তি পুনর্বন্টন কী ভাবে করা যায়, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।তার  পরেই পিত্রোদার এই মন্তব্য ঘিরে সম্প্রতি তোলপাড় জাতীয় রাজনীতি। বুধবার ছত্তিশগড়ের সুরগুজা এলাকার জনসভায় নরেন্দ্র মোদি বলেন, ‘যুবরাজের উপদেষ্টা এবং রাজ পরিবার কিছু সময় আগে বলেছেন যে মধ্যবিত্তদের উপর আরও কর চাপানো হবে। কংগ্রেস বলেছে তারা উত্তরাধিকার কর চাপাবে। আপনার কষ্টে অর্জিন করা সম্পদ আপনার সন্তানরা পাবে না। কংগ্রেস তা ছিনিয়ে নেবে।’

এরপরই নরেন্দ্র মোদি বলেন, ‘কংগ্রেসের একটাই মন্ত্র, লুঠ করব, মরে গেলেও লুঠ করবো।’ পিত্রোদার মন্তব্য নিয়ে সরব হন অমিত শাহও। পিত্রোদাকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমার বিশ্বাস, কংগ্রেস এটি  প্রত্যাহার করে নেবে। শ্যাম পিত্রোদার বক্তব্যও দেশের জনগণের গুরুত্ব দিয়ে ভেবে দেখা উচিত ।