ভোট নিয়ে বিশেষ বার্তা সলমনের

মুম্বই, ১৮ মে– বেশ কয়েক বছর আগেও দবং ভাইজানকে ভোট এলেই দেখা যেত কখনও বিনোদ খান্নার জন্য কখনও বিজেপির প্রচারে, আবার কখনো মিলিন্দ দেওরার জন্য কংগ্রেসের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে৷ যদিও সেগুলি এখন অতিত৷ আগামী সোমবার, ২০ মে পঞ্চম দফায় মহারাষ্ট্রে ভোট রয়েছে৷ তার প্রাক্কালেই বিশেষ বার্তা দিলেন সলমন খান৷  সিনেমার কাজ নিয়েই ব্যস্ত বলিউড সুপারস্টার৷ তবে চলতি নির্বাচনী আবহে বিশেষ বার্তা দিলেন ভাইজান৷
আগামী ২০ মে সলমন নিজেও ভোট দিতে যাবেন বলে জানালেন৷ এক্স হ্যান্ডেলে অনুরাগীদের উদ্দেশে অভিনেতা লিখলেন, “যা খুশি হয়ে যাক আমি ৩৬৫ দিন শরীরচর্চা করি৷ আর এবার যত ব্যস্ততাই থাকুক না কেন, আগামী ২০ তারিখ আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাব৷ তাই তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করো, তবে ভোটটা দিও৷ আর হ্যাঁ ভারতমাতাকে কোনও কষ্ট দিও না৷ ভারতমাতা কী জয়!”
সলমনই অবশ্য প্রথম নন৷ এর আগে রণবীর কাপুর, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রারাও চতুর্থ দফা ভোটের আগে আমজনতাকে গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন৷ প্রত্যেকেই অনুরাগীদের মৌলিক অধিকার প্রয়োগ করার বার্তা দিয়ে বলেছিলেন, ‘জাগো, জনতা জনার্দন’৷
এই ক্যাম্পেইনে শামিল হয়েছিলেন বোমান ইরানি, শঙ্কর মহাদেবন, রাশি খান্না, প্রীতম চক্রবর্তী, নেহা কক্কর এবং ক্রিকেটার রিষভ পন্থও৷ গত ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে৷ কয়েক দফার ভোট নির্বিঘ্নে মিটেছে৷ উল্লেখ্য, এর আগে কখনও ভারতে এত সুদীর্ঘ সময় ধরে গণতন্ত্রের উৎসব পালিত হয়নি৷ মুম্বই, ১৮ মে– বেশ কয়েক বছর আগেও দবং ভাইজানকে ভোট এলেই দেখা যেত কখনও বিনোদ খান্নার জন্য কখনও বিজেপির প্রচারে, আবার কখনো মিলিন্দ দেওরার জন্য কংগ্রেসের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে৷ যদিও সেগুলি এখন অতিত৷ আগামী সোমবার, ২০ মে পঞ্চম দফায় মহারাষ্ট্রে ভোট রয়েছে৷ তার প্রাক্কালেই বিশেষ বার্তা দিলেন সলমন খান৷  সিনেমার কাজ নিয়েই ব্যস্ত বলিউড সুপারস্টার৷ তবে চলতি নির্বাচনী আবহে বিশেষ বার্তা দিলেন ভাইজান৷
আগামী ২০ মে সলমন নিজেও ভোট দিতে যাবেন বলে জানালেন৷ এক্স হ্যান্ডেলে অনুরাগীদের উদ্দেশে অভিনেতা লিখলেন, “যা খুশি হয়ে যাক আমি ৩৬৫ দিন শরীরচর্চা করি৷ আর এবার যত ব্যস্ততাই থাকুক না কেন, আগামী ২০ তারিখ আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাব৷ তাই তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করো, তবে ভোটটা দিও৷ আর হ্যাঁ ভারতমাতাকে কোনও কষ্ট দিও না৷ ভারতমাতা কী জয়!”
সলমনই অবশ্য প্রথম নন৷ এর আগে রণবীর কাপুর, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রারাও চতুর্থ দফা ভোটের আগে আমজনতাকে গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন৷ প্রত্যেকেই অনুরাগীদের মৌলিক অধিকার প্রয়োগ করার বার্তা দিয়ে বলেছিলেন, ‘জাগো, জনতা জনার্দন’৷
এই ক্যাম্পেইনে শামিল হয়েছিলেন বোমান ইরানি, শঙ্কর মহাদেবন, রাশি খান্না, প্রীতম চক্রবর্তী, নেহা কক্কর এবং ক্রিকেটার রিষভ পন্থও৷ গত ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে৷ কয়েক দফার ভোট নির্বিঘ্নে মিটেছে৷ উল্লেখ্য, এর আগে কখনও ভারতে এত সুদীর্ঘ সময় ধরে গণতন্ত্রের উৎসব পালিত হয়নি৷