• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

‘ক্ষমা চান, না হলে ৫ কোটি দিন’, ফের হুমকি সলমনকে

বলিউড অভিনেতা সলমন খানকে ফের হুমকি। লরেন্স বিষ্ণোইয়ের নামে হুমকি বার্তা পেয়েছে মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল সেল।

বলিউড অভিনেতা সলমন খানকে ফের হুমকি। লরেন্স বিষ্ণোইয়ের নামে হুমকি বার্তা পেয়েছে মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল সেল। ট্রাফিক কন্ট্রোল রুমে পাঠানো বার্তায় দাবি করা হয়েছে, এই হুমকি বার্তা পাঠিয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের ভাই। সলমন খান যদি বেঁচে থাকতে চান, তাহলে তিনি আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চান অথবা ৫ কোটি টাকা দেন। এটা না করলে সলমন খানকে মেরে ফেলবে তারা। এই বার্তায় লেখা আছে, আমাদের গ্যাং এখনও সক্রিয় রয়েছে।

সোমবার মধ্যরাতে সলমন খানের নামে এই হুমকি বার্তার বিষয়টি প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে ট্রাফিক কন্ট্রোল রুমে কর্মরত পুলিশ অফিসার এই বার্তা পড়লে তিনি পুরো বিষয়টি জানতে পারেন। আপাতত যে ব্যক্তি হুমকি দিয়েছেন, তাঁকে খুঁজছে পুলিশ। ৫ দিন আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। ৩০ অক্টোবর এক ব্যক্তি মুম্বই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে একটি হুমকি বার্তা পাঠিয়েছিল। এছাড়া ২ কোটি টাকা দাবি করা হয়। সেবার বলা হয়, টাকা না পেলে তিনি সলমন খানকে মেরে ফেলবেন।

সলমন খানের হুমকির বিষয়ে ওরলি থানায় মামলা নথিভুক্ত হয়েছে। এছাড়া যে নম্বর থেকে হুমকি বার্তা এসেছিল, তাও খুঁজে বের করা হচ্ছে। সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকী হত্যার পর থেকে তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু হুমকিবার্তা আর থামছে না। শুধু সলমন নয়, তাঁর বাবা সেলিম খানও হুমকি পেয়েছেন। লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীরাদের এসব হুমকিবার্তায় দায় নিতে দেখা গেছে। এ মামলায় অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।

বর্তমানে সলমন খান তাঁর আসন্ন ছবি ‘সিকান্দার’-এর শুটিং করতে হায়দরাবাদে গিয়েছেন। যেখানে তাঁকে রশ্মিকা মান্ধানার সঙ্গে একটি বিশেষ সিকোয়েন্সের শুটিং করতে হবে, যা শেষ করে তিনি মুম্বই ফিরে আসবেন।

লরেন্স বিষ্ণোই এবং সলমন খানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। এই চক্রটি প্রায়ই সলমনকে হত্যার হুমকি দেয়। কয়েক মাস আগে লরেন্স গ্যাংয়ের সদস্যরা সলমনের বাড়ির বাইরে গুলি চালিয়েছিল। এক্ষেত্রে বলে রাখা ভালো, বাবা সিদ্দিকী সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

সূত্রের খবর, বাবা সিদ্দিকীর পর লরেন্স গ্যাংয়ের টার্গেট সলমন খান। বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পর সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অভিনেতার পরিবারের পক্ষ থেকে, আপাতত সলমনের সঙ্গে দেখা না করার আবেদন জানানো হয়েছে। তাঁদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।