• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

সইফ আলি খানের ওপর হামলা, হাসপাতালে ভর্তি অভিনেতা

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হানায় আহত বলিউড অভিনেতা সইফ আলি খান। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হানায় আহত বলিউড অভিনেতা সইফ আলি খান। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহত সইফকে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে তিনি আপাতত বিপদমুক্ত বলেই খবর। ইতিমধ্যেই বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

বুধবার রাত প্রায় আড়াইটে নাগাদ অভিনেতার মুম্বইয়ের বাড়িতে ঢুকে হামলা চালায় ওই দুষ্কৃতী। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ চুরি করতে ঢুকেছিল। অভিনেতা জেগে থাকার কারণেই তাঁর ওপর হামলা হয়েছে। যদিও এই ঘটনা আসল কারণ কী তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

হাসপাতাল সূত্রে খবর, সইফের একাধিক জায়গায় চোট লেগেছে। হাতে, গলায় এবং পিঠে চোট লেগেছে। মেরুদণ্ডের খুব কাছেই কিছু ধারাল জিনিস গেঁথে ছিল। সেটা নিয়েই চিন্তা চিকিৎসকদের। লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তমানি জানান, ভোর সাড়ে ৩টে নাগাদ সইফকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে, যার মধ্যে দু’টি ক্ষত গভীর।

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারই অভিনেতার অস্ত্রোপচার করা হচ্ছে। ইতিমধ্যেই মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেই টিমে রয়েছেন নিউরো সার্জেন নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জেন লীনা জইন এবং অ্যানাস্থেশিওলজিস্ট নিশা গান্ধী।

মুম্বইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সইফ। তাঁর সঙ্গে থাকেন স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কপূর, দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশে অভিনেতার বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। তবে নিছকই চুরি নাকি এই হামলার নেপথ্যে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।