মুম্বই পুলিশের জালে সইফের হামলাকারী, চলছে ম্যারাথন জেরা

ফাইল চিত্র

২৪ ঘণ্টা টানা চিরুনি তল্লাশি চালানোর পর অবশেষে মুম্বই পুলিশের জালে সইফের হামলাকারী। বান্দ্রা রেলওয়ে স্টেশনে ওই দুষ্কৃতী ইতস্তত ঘুরছিল। সেই সময়ই তাকে আটক করে পুলিশ। পতৌদিদের বাংলোর ৩৫টি সিসিটিভি ফুটেজ ঘাঁটার পর গতকালই আততায়ীর চেহারার হদিশ পেয়েছিল পুলিশ। তারপর শুরু হয় তল্লাশি।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। মুম্বই পুলিশ ইতিমধ্যেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের মধ্যে রয়েছেন বাড়ির পরিচারক, লিফটম্যান এবং এক নিরাপত্তারক্ষী। ঘটনার তদন্তের জন্য ১৫ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।

এদিকে আইসিইউ থেকে শুক্রবার সকালে সইফকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। অভিনেতাকে হাঁটিয়েওছেন চিকিৎসকেরা। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অভিনেতার কাছে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না। অস্ত্রোপচারের ধকল সামলাতে আপাতত টানা বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন সইফের।


বুধবার রাতে একটি পার্টিতে গিয়েছিলেন করিনা। পরিবারের বাকিরা বাড়িতেই ছিলেন। রাত দেড়টা নাগাদ বাড়িতে ফেরেন করিনা। হলঘরে ঢুকে তিনিই প্রথম দেখতে পান হামলাকারীকে। করিনার চিৎকালে এক পরিচারিকা বেরিয়ে আসেন। দ্রুত ভিতরে ঢুকে যান করিনা। হলঘর থেকে স্ত্রীর চিৎকার শুনে সেখানে আসেন সইফ নিজে। পরিচারিকার সঙ্গে অচেনা ব্যক্তির ধস্তাধস্তি হচ্ছে দেখে তিনি বাধা দিতে যান। সেই সময়ে ধারালো ছুরি বার করে এলোপাথাড়ি কোপ মারেন অভিযুক্ত। তার পরেই হামলাকারী বাড়ি থেকে পালিয়ে যায়।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা ধরে সইফের অস্ত্রোপচার চলে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক নিতিন দাঙ্গে বলেছেন, শিরদাঁড়ায় ছুরি গেঁথে ছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেই ছুরি বার করা হয়েছে। ছুরি আটকে থাকার ফলে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল। ঘাড় ও হাতের চোট প্লাস্টিক সার্জারির মাধ্যমে ঠিক করা হয়েছে।