গেরুয়া ভারতের গর্বের রঙ,বললেন শশী তারুর

এক অনুষ্ঠানে শশী থারুর (ছবি- টুইটার- @ShashiTharoor)

ভারতীয় ক্রিকেট টিমের একটি ম্যাচে জার্সির রং বদল নিয়ে কংগ্রেস দলের জনা কয়েক নেতা সরব হলেও লোকসভায় কংগ্রেস সাংসদ শশী তারুর বলেন,গেরুয়া রঙ,ভারতীয়দের গর্বের রঙ।

দেশের জাতীয় পতাকার তিনটি রঙ্গের মধ্যে গেরুয়া রঙ রয়েছে,আমরা গর্বিত।বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ভারতীয় দল গেরুয়া রঙের জার্সি পড়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্দেশকে উল্লেখ করে তিনি বলেন,আইসিসির নতুন নিয়মে বলা হয়েছে।একটি ম্যাচে দুটো টিমের জার্সির রঙ যদি এক হয়ে যায়,তাহলে আয়ােজক দেশের টিমের জার্সির রঙ বদল করার কোনও প্রয়ােজন নেই।অন্যদেশের টিম তাদের জার্সির রঙ বদলাবে।সেইমতাে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে ভারতীয় দল গেরুয়া ও নীল রঙের জার্সি পছন্দ করেছিল।


তিনি বলেন,’আমিও তাই গেরুয়া রঙের জ্যাকেট পড়েছিলাম।জ্যাকেটে হালকা নীল রঙা ছােটো পকেট ও ছিল।ইংল্যান্ডের মাটিতে ভারতীয় টিমকে এভাবে সমর্থন করেছি’।

ভারতীয় টিমের গেরুয়া রঙের জ্যাকেট নিয়ে কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টির কয়েকজন নেতা হৈচৈ শুরু করেন।তাঁদের বক্তব্য,ভারতীয় ক্রিকেট টিমকে গেরুয়াকরণ করা হচ্ছে।ভারতীয় জনতা পার্টি প্রতিক্রিয়া জানিয়ে বলে,“ক্ষীণদৃষ্টি কোণের পরিচয়।প্রগতিবিরােধী মন্তব্য।’

‘দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন,গেরুয়া রঙকে কেন একটা রাজনৈতিক দলের প্রতীতি হিসেবে তুলে ধরব।শশী তারুর নিজেও অনুষ্ঠানে গেরুয়া কুর্তা পড়ে এসেছিলেন।