অযোধ্যা, জানুয়ারি– ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পুরো অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যায়, তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে উত্তর প্রদেশ সরকারের তরফে৷ কারা ওই দিন মন্দিরের গেট দিয়ে প্রবেশ করবেন, তাঁরা সঙ্গে কী বহন করতে পারবেন, সেই সব নির্দেশিকা তৈরি করা হয়েছে৷ অতিথিরা আমন্ত্রণ পত্র নিয়ে তবেই প্রবেশ করতে পারবেন ভিতরে৷ বিমানবন্দরের থেকেও কড়া নিরাপত্তা থাকবে রাম মন্দিরে যে সব জিনিস নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না, সেগুলি হল- মোবাইল, ওয়ালেট, ইয়ারফোন, রিমোট চালিত চাবি, বড় ছাতা, কম্বল, ব্যাগ, পুজোর সরঞ্জাম৷
যে সব নিয়মের বিধি বাধা হয়েছে তা হল, ১. সকাল ১১ টার মধ্যে রাম মন্দিরে প্রবেশ করতে হবে অতিথিদের৷ ২. অতিথি তালিকায় নাম নেই, এমন কোনও সাধু-সন্ত প্রবেশ করতে পারবেন না৷ ৩. অতিথিরা কোনও পরিচারক বা সাহায্যকারীকে নিয়ে প্রবেশ করতে পারবেন না, তাঁদের একাই যেতে হবে মন্দির চত্বরে৷ ৪. যদি কোনও সাধু-সন্ত রামলাল্লাকে দর্শন করতে চান, তাহলে তাঁরা প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরই প্রবেশ করতে পারবেন৷ ৫. সাবেকি পোশাক পরতে হবে অতিথিদের৷ পুরুষেরা পরতে পারবেন ধুতি, গামছা, কুর্তা-পাজামা৷ মহিলারা পরতে পারবেন শাডি় অথবা সালোয়ার৷ তবে রাম মন্দির ট্রাস্টের তরফে কোনও পোশাক বিধি দেওয়া হয়নি৷