• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

আগামীকাল ১ জুলাই বীর আবদুল হামিদের ওপর বই প্রকাশ করবেন আরএসএস প্রধান

দিল্লি, ৩০ জুন: আগামীকাল বীর শহীদ আবদুল হামিদের জন্মবার্ষিকী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত সোমবার গাজীপুরের ধামুপুর গ্রামে তাঁর বাসভবনে ‘পরমবীর চক্র’ প্রাপক বীর হামিদের এই জন্মবার্ষিকী উপলক্ষে একটি বই প্রকাশ করবেন। অনুষ্ঠানের আহ্বায়ক সন্তোষ কুমার সিং যাদব বলেন, গত বছরের জুলাই মাসে হাতিয়ারাম মঠ পরিদর্শনের সময় ভাগবত গাজিপুরের অনেক সাহসী শহীদের পরিবারকে

ফাইল চিত্র

দিল্লি, ৩০ জুন: আগামীকাল বীর শহীদ আবদুল হামিদের জন্মবার্ষিকী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত সোমবার গাজীপুরের ধামুপুর গ্রামে তাঁর বাসভবনে ‘পরমবীর চক্র’ প্রাপক বীর হামিদের এই জন্মবার্ষিকী উপলক্ষে একটি বই প্রকাশ করবেন। অনুষ্ঠানের আহ্বায়ক সন্তোষ কুমার সিং যাদব বলেন, গত বছরের জুলাই মাসে হাতিয়ারাম মঠ পরিদর্শনের সময় ভাগবত গাজিপুরের অনেক সাহসী শহীদের পরিবারকে অভিনন্দন জানিয়েছিলেন।

একই ইভেন্টের সময় বীর আবদুল হামিদের ছেলে জয়নুল হাসান আরএসএস প্রধানকে তাঁর বাবার লেখা বইটি সম্পর্কে অবহিত করেছিলেন। সম্পাদনার কাজ চূড়ান্ত হওয়ার পরে এটি প্রকাশ করার জন্য তাঁকে অনুরোধ করেছেন। তিনি বলেন, আরএসএস প্রধান আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এই বই প্রকাশ অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন। বইটি লিখেছেন রামচন্দ্রন শ্রীনিবাসন। ১ জুলাই কিংবদন্তি শহীদের জন্মবার্ষিকীতে প্রকাশিত হবে।