মহিলাদের মাসে ২৫০০ টাকা, গর্ভবতীদের এককালীন ২১০০০, দিল্লিতে প্রতিশ্রুতি বিজেপির

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি বিজেপির। গেরুয়া শিবিরের প্রকাশিত সংকল্প পত্রে বলা হয়েছে, গর্ভবতী মহিলাদের জন্য মাসে ২১০০০ টাকা করে দেওয়া হবে। আর মহিলাদের দেওয়া হবে মাসে ২৫০০ টাকা। এছাড়া এলপিজি সিলিন্ডার প্রতি ৫০০ টাকা করে ভর্তুকির ঘোষণাও করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, আয়ুষ্মার ভারত প্রকল্পের আওতায় দিল্লির বাসিন্দাদের জন্য অতিরিক্ত ৫ লক্ষ টাকার বিমা কভারেজ দেওয়া হবে।

নাড্ডা বলেন, দিল্লিতে ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত লাগু করার কথা ঘোষণা করা হবে। এই প্রকল্পের বিরোধিতা করছে আম আদমি পার্টি, এই অভিযোগও করেন তিনি।

সংকল্প পত্রে মহিলা ও যুবদের প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। হোলি ও দীপাবলিতে বিনামূল্যে সিলিন্ডার দেবে দিল্লি সরকার। মহারাষ্ট্র দখলে বড় ভূমিকা ছিল লড়কি বহেন যোজনার। সেই প্রকল্পে মতোই দিল্লি মহিলাদের মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। নাড্ডা বলেন, মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় দিল্লির প্রত্যেক মহিলা মাসে ২৫০০ টাকা করে পাবেন। প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া প্রতি পরিবার পিছু এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। হোলি ও দীপাবলিতে প্রতি পরিবার একটি করে সিলিন্ডার বিনামূল্যে পাবে।


এর আগে আপ ঘোষণা করেছিল, দিল্লির মহিলাদের মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে। কংগ্রেস আবার পেয়ারি দিদি যোজনায় মাসে ২৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।

বস্তি এলাকায় অটল ক্যান্টিনের মাধ্যমে ৫ টাকায় পুষ্টিকর খাবার দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। নাড্ডা এও স্পষ্ট করে দিয়েছেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। তাঁর কথায়, দিল্লি যে সমস্ত প্রকল্প চলছে, সবগুলিই চালু রাখবে বিজেপি সরকার। আপের নেতাদের চুরি করার সুযোগ আমরা দেব না।