ফের নামবদল, রােটাং টানেলের পরিবর্তে অটল টানেলের দাবি রাজ্যের

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী (File Photo: IANS/BJP)

বুধবার সারা দেশজুড়ে পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ৯৫তম জন্মদিবস। তাঁর কথা স্মরণে রেখেই মঙ্গলবার হিমাচল প্রদেশ ক্যাবিনেটে সিদ্ধান্ত হয় রােটাং টানেলের নাম পরিবর্তিত করে অটল টানেল রাখা হবে। ২০০৩ সালে এই টানেলটির শিলান্যাস করেছিলেন তিনি।

২০ আগস্ট রাজ্যের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিলেও আটকে ছিল কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের টেবিলে। বুধবার সেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রিপরিষদের কথায়, হিমাচল প্রদেশের মানুষের সঙ্গে নিবিড় যােগাযােগ ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর। ২০০০ সালেই তিনি ঘােষণা করেছিলেন, রােটাং পাসে একটি টানেল গড়া হবে। তাঁর ভাবনামতােই সেই টানেলের কাজ চলছে বর্তমানে। তবে শীঘ্রই টানেলটির কাজ শেষ হবে ও রাজ্যের তরফে বাজপেয়ীকে সবচেয়ে বড় উপহার দেয়া হবে বলে জানিয়েছে রাজ্যের মন্ত্রীপরিষদ।

এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, এই সেতুটি সব ঋতুতেই লাহুল-স্পিতিকে জুড়বে। শুধু তাই নয়, পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণের বিষয় হবে। দীর্ঘ টানেলটিতে থাকবে ভিউপয়েন্টও।