মার্টিনেজের অনুষ্ঠানে লোগো বিতর্ক নিয়ে তুমুল বিশৃঙ্খলা।

কলকাতা:- কলকাতায় আর্জেন্টিনার  দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের প্রথম অনুষ্ঠানেই তুমুল বিশৃঙ্খলা। এক লক্ষ ২৫ হাজার টাকা দামের টিকিট কাটা দর্শকরা উদ্যোক্তাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন। মঞ্চে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের লোগো নিয়েও বিতর্ক রইল। মঞ্চে ওঠা প্রাক্তন ফুটবলারদের আদেখলাপনাতেও বিরক্ত অনেকেই। মিলনমেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে মার্টিনেজকে দেখার জন্য বিভিন্ন ধাপের টিকিটের বন্দোবস্ত করা ছিল। অভিযোগ জানান, বহু মানুষ টিকিট ছাড়াই ঢুকে পড়েন ভিতরে। অনেকেই অভিযোগ করেন, ১ লক্ষ ২৫ হাজার টাকার টিকিট যাঁরা কিনবেন তাঁরা মার্টিনেজের সঙ্গে লাঞ্চ সেরে, ছবি তুলে, অটোগ্রাফ করা জার্সি উপহার পাবেন।কিন্তু উদ্যোক্তারা সেই প্রতিশ্রুতিরক্ষা করেননি বলে অভিযোগ। সে কারণে বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে। সূত্রের খবর, উদ্যোক্তাদের তরফে আশ্বাস দেওয়া হয়, আগামীকালের মধ্যে মার্টিনেজের সই করা জার্সি দেওয়া হবে। দর্শকদের মাত্রাছাড়া উন্মাদনা দেখে নিরাপত্তার কারণেই মার্টিনেজকে নির্ধারিত সময়ের আগে হোটেলে নিয়ে যাওয়া হয়। অলোক মুখোপাধ্যায়, সন্দীপ নন্দী, হেমন্ত ডোরার মতো প্রাক্তন ফুটবলাররা এমির সঙ্গে ছবি তুলতে মঞ্চে উঠে পড়েন। অনেকের সঙ্গে স্ত্রী-সন্তানেরাও ছিলেন। উদ্যোক্তাদের তরফে বারবার তাঁদের মঞ্চ থেকে নামার অনুরোধ করা হলেও কেউ তা শোনেননি। ফলে হুড়োহুড়ি পড়ে যায়। উদ্যোক্তাদেরই দোষ দিয়েছেন পুলিশকর্মীরা। মার্টিনেজের পিছনেই জায়ান্ট স্ক্রিনে ইস্টবেঙ্গলের লোগোয় লেখা ছিল এফসি ইস্টবেঙ্গল। যদিও এখন ইস্টবেঙ্গলের লোগোয় থাকে ইস্টবেঙ্গল এফসি। মোহনবাগান সুপার জায়ান্টের লোগো গতকালই প্রকাশিত হয়েছে। তার পরিবর্তে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে এটিকে মোহনবাগান। মার্টিনেজকে দিয়ে জয় ইস্টবেঙ্গল ও জয় মোহনবাগান বলানো হয়।