• facebook
  • twitter
Monday, 16 September, 2024

বিরাট ধাক্কা সন্দীপের, সিবিআই তদন্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

বাড়িতে ইডি হানার দিনই আরও এক বিরাট ধাক্কা খেলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজ করে দিয়েছে।

বাড়িতে ইডি হানার দিনই আরও এক বিরাট ধাক্কা খেলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজ করে দিয়েছে।

আরজি করে ট্রেনি ডাক্তারের ধর্ষণ-খুন নিয়ে উত্তাল গোটা বাংলা। এরই মাঝে ফাঁস হয়েছিল আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়টি। প্রথমে ধর্ষণ-খুন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। পরে আদালত জানিয়ে দেয়, আরজি করের আর্থিক দুর্নীতিরও তদন্ত করবে সিবিআই।

সন্দীপ ঘোষের নামও ওঠে আর্থিক দুর্নীতি মামলায়। এই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

শুক্রবার সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ তা খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ে। এখনও হস্তক্ষেপের প্রয়োজন নেই।