দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৩০ তম প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধি সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরেমবুদুরের নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন রাজীব গান্ধি।
সেখানেই আত্মঘাতী বােমা হামলা হয়। বিস্ফোরণে রাজীব গান্ধি সহ মােট ১৫ জন প্রাণ হারান। জাতীয় ও আন্তর্জাতিক মহলে এই নিয়ে তুমুল বিতর্ক ও আলােচনার ঝড় ওঠে। দেশের ইতিহাসে এটি একটি ভয়াবহ ঘটনা। এই দিনটি সন্ত্রাসবাদবিরােধী দিবস হিসেবে ঘােষিত হয়েছে।
দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে টুইটারে এদিন বাবার ছবি পােস্ট করেছেন রাহুল গান্ধি। এখানে তিনি লিখেছেন, সত্য, সহানুভূতি, প্রগতি। প্রিয়াঙ্কা গান্ধি টুইট করে বলেছেন, ভালােবাসার চেয়ে শক্তিশালী, দয়ার চেয়ে সাহসী, করুণার চেয়ে ক্ষমতাবান এবং বিনতার চেয়ে বড় শিক্ষক আর কিছু নেই।