মুম্বই, ২১ ফেব্রুয়ারি: প্রয়াত হলেন বিখ্যাত বেতার উপস্থাপক আমিন সায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৯১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, নব্বই উর্দ্ধ সায়নি গতকাল মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করেন। তখন দ্রুত চিকিৎসার জন্য মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সংবাদ মাধ্যমকে এই খবর দিয়েছেন তাঁর ছেলে রাজিল সায়নি।
আমিন সায়নির জন্ম ১৯৩২ সালের ২১ ডিসেম্বর। মুম্বইয়ে। কর্ম জীবনের প্রথম দিকে তিনি ইংরেজি উপস্থাপক হিসেবে বেতার জগতে কাজ শুরু করেন। পরে হিন্দি উপস্থাপনার কাজেও মনোনিবেশ করেন। সেই সময় থেকেই তিনি শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠলেও জনপ্রিয় বেতার সঙ্গীতানুষ্ঠান ‘গীতমালা’ উপস্থাপনের মাধ্যমে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। এই অনুষ্ঠান রেডিও শিলং ও অল ইন্ডিয়া রেডিওর বিবিধ ভারতীতেও চার দশকের বেশি সময় ধরে প্রচারিত হয়েছে। তিনি ৫৪ হাজারেরও বেশি প্রোগ্রামে ভয়েস ওভার রেকর্ড করেছেন। বহু ভয়েস ওভারের জন্য লিমকা বুক অফ রেকর্ডসে তাঁর নাম নথিভুক্ত হয়েছে।