মুম্বই: এক সময়ে অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ব্যবসা থেকে শুরু করলেও বর্তমানে দেশ তথা বিশ্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের বৃহত্তম টেলিকম এবং রিটেল কোম্পানিতে পরিণত হয়েছে৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনে থাকা রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেল সাম্প্রতিককালে ভাল লাভ করেছে৷
মঙ্গলবার রিলায়েন্স সংস্থা তাদের বার্ষিক আয়ের ফলাফল ঘোষণা করতে চলেছে৷ রিলায়েন্সের এই রিপোর্ট পেশের দিকে নজর রয়েছে সবার৷ তার কারণ, এই রিপোর্ট থেকেই আন্দাজ করা যাবে ভবিষ্যতে রিলায়েন্সের ভার থাকবে কার কাঁধে? ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের (অক্টোবর-ডিসেম্বর) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আর্থিক পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে রিলায়েন্স জিও-র লাভ ১২.৩ শতাংশ বেডে়ছে৷ টেলিকম সেক্টরের এই বৃহত্তম সংস্থাটি রিলায়েন্সের কোষাগারে ৫২০৮ কোটি টাকা এনে দিয়েছে৷ যেখানে ২০২২-২৩ অর্থবর্ষের একই ত্রৈমাসিকে জিও-র লাভের অঙ্ক ছিল ৪৬৩৮ কোটি টাকা৷য়