এবার রিলায়েন্সের হাতে ভায়াকম ১৮-র ১৩.০১ শতাংশ

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। (File Photo: IANS)

মুম্বই, ১৪ মার্চ– এবার ভায়াকম ১৮-র পরিবারের সদস্য হতে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি৷ রিলায়েন্স ইন্ড্রাস্ট্রি এন্টারটেনমেন্ট নেটওয়ার্ক ‘ভায়াকম এইটটিন মিডিয়া’র ১৩.০১ শতাংশ শেয়ার কিনতে চলেছে৷ এতদিন এর পুরোটাই ছিল প্যারামাউন্ট গ্লোবালের হাতে৷ যার পরিমাণ আনুমানিক ৪২৮৬ কোটি টাকা৷

রিলায়েন্সের তরফে বলা হয়েছে, প্যারামাউন্ট গ্লোবালের সঙ্গে একটি চুক্তি হয়ে গিয়েছে৷ প্যারামাউন্ট গ্লোবালের দুটি সাবসিডিয়ারি কোম্পানির কাছে এই শেয়ার ছিল, যার পুরোটাই অর্থাৎ ১৩.০১ শতাংশ কিনছে আম্বানির রিলায়েন্স৷ এই চুক্তির ফলে ভায়াকম এইটটিন-এ রিলায়েন্সের ইকু্যয়িটি শেয়ারের পরিমাণ বেডে় দাঁড়াবে ৭০.৪৯ শতাংশ৷ প্রাথমিকভাবে এতদিন ভায়কমের মালিকানা ছিল প্যারামাউন্টের হাতেই৷ যার পরিমাণ ছিল ৫৭.৪৮ শতাংশ৷ ভায়াকম এইটটিনের অন্তর্গত কমেডি সেন্ট্রাল, নিকেলোডিওন এবং এমটিভি-সহ ৪০টি টিভি চ্যানেল আছে৷ উল্লেখ্য কিছুদিন আগেই রিলায়েন্স ওয়াল্ট ডিজনির সঙ্গে হাত মিলিয়েছে৷ রিলায়েন্সের চেয়ারম্যান রিটেল থেকে টেলিকমের পর দেশের মিডিয়া জগতেও সফল পদক্ষেপ করেছেন৷