• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রতন আর আমার এক পুরনো সম্পর্ক রয়েছে, অকপট সিমি

দিল্লি, ১৯ জুন– শিক্ষা-অর্থ কোনও কিছুতেই তাঁর ধারেকাছে কেউ যেতে পারেনা৷ সর্বস্তরে তিনি সম্মানিত ৮৬ বছর বয়সী ভারতের অন্যতম ধনী ব্যক্তিত্ব, তথা শিল্পপতি রতন টাটা এখনও অবিবাহিত৷ তবে বিয়ে না করার পেছনে রয়েছে রোমাঞ্চিত করার মত এক গল্প৷ শোনা যায়, একসময়ে বলিউডের এক সুন্দরির রূপে ঘায়েল হয়েছিলেন এই কিংবদন্তি৷ তবে বিয়ে অবধি যাওয়ার আগেই ভাঙে

দিল্লি, ১৯ জুন– শিক্ষা-অর্থ কোনও কিছুতেই তাঁর ধারেকাছে কেউ যেতে পারেনা৷ সর্বস্তরে তিনি সম্মানিত ৮৬ বছর বয়সী ভারতের অন্যতম ধনী ব্যক্তিত্ব, তথা শিল্পপতি রতন টাটা এখনও অবিবাহিত৷ তবে বিয়ে না করার পেছনে রয়েছে রোমাঞ্চিত করার মত এক গল্প৷
শোনা যায়, একসময়ে বলিউডের এক সুন্দরির রূপে ঘায়েল হয়েছিলেন এই কিংবদন্তি৷ তবে বিয়ে অবধি যাওয়ার আগেই ভাঙে সেই সম্পর্ক৷ আর সেই সম্পর্কের দহনেই নাকি আজীবন বিয়ে না করার প্রতিশ্রুতি তাঁর৷
সেই সুন্দরী হলেন ৪৪ এর বলিউডের বিখ্যাত নায়িকা সিমি গারেওয়াল৷ ১৭ অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি গারেওয়াল জাট-শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সিমি৷ এর পর পরিবারের সঙ্গে তিনি পাড়ি দেন ইংল্যান্ডে৷
খুব কম বয়সেই তিনি ‘টারজান গোজ টু ইন্ডিয়া’-র মাধ্যমে তিনি নজর কাড়েন সিনেমাপ্রেমিদের৷ এরপর একে একে ষাট এবং সত্তরের দশকে তিনি মেহবুব খানের ‘সন অব ইন্ডিয়া’ (১৯৬২), রাজ খোসলার ‘দো বাদান’ (১৯৬৬), রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ (১৯৭০), সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ (১৯৭০)-এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে৷

পরবর্তীতে তাঁর এক চ্যাটশো ব্যাপক জনপ্রিয়ও হয়ে ওঠেন সিমি৷ বলিউডের গুঞ্জন তাঁর সঙ্গে প্রেম ছিল টাটার৷ রতন টাটা এ বিষয়ে মুখ না খুললেও পরবর্তীকালে টাটাকে নিয়ে মুখ খুলেছিলেন সিমি৷ বলেছিলেন, ‘রতন আর আমার এক পুরনো সম্পর্ক রয়েছে৷ ও খুব ভাল মানুষ৷ ওঁর মধ্যে একটা হাস্যরস আছে৷ ও একজন ভদ্রলোক৷ টাকা পয়সা কখনও ওর কাছে মুখ্য ছিল না৷’