‘সরকার নয়, ধর্ষণ থামাতে পারে সংস্কার’, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

সুরেন্দ্র সিংহ (Photo: Twitter/@Bhimarmydausa)

ছােট থেকে সুশিক্ষায় বড় করতে হবে মেয়েদের। তাহলেই ধর্ষণের ঘটনা এড়ানাে যাবে। হাথরাসের ঘটনায় এমন মন্তব্য করে অস্বস্তি আরও বাড়ালেন স্থানীয় বিধায়ক সুরেন্দ্র সিংহ। 

তাঁর মতে ধর্ষণের ঘটনা উত্তরােত্তর বৃদ্ধির সঙ্গে শাসন ব্যবস্থার কোনও যােগ নেই। বরং বাবা-মায়েরা কীভাবে বড় করছেন সেটা গুরুত্বপূর্ণ। 

এক সাংবাদিক প্রশ্ন করেন কীভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। সুরেন্দ্রর কাছে জানতে চাওয়ায় বিতর্কিত মন্তব্য করেন বিজেপি বিধায়ক। 


তিনি বলেন, এই ধরনের ঘটনা রুখতে হলে মেয়েদের ভাল শিক্ষা দিতে হবে, সুশাসন এবং ক্ষমতা প্রদর্শন করে এসব রােখা যাবে না। 

তিনি আরও বলেন, ধর্ষণ রােখা যেমন সরকারের ধর্ম। তেমন পরিবারের উপরও এই দায় বর্তায়। সরকার তাে নিরাপত্তা দেবেই। কিন্তু মেয়েকে ভালাে শিক্ষা দেওয়া মানে নীতিবােধ ঢুকিয়ে দেওয়া পরিবারের কর্তব্য, সংস্কার ও সরকার দুই মিলেই ভারত আরও সুন্দর হয়ে উঠবে। তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে সর্বত্র।