• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

জনগণের ভয় কমে যাওয়াই ফের সংক্রমণ বৃদ্ধির কারণ হতে পারে: কেন্দ্রীয় টিম

নিজেদের সুরক্ষার প্রতি অবহেলা ও করােনা ভীতি কমে যাওয়াই কারণ হতে পারে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পাঠানাে টিমের তরফে রিপাের্টে এমনটাই উল্লেখ করা হয়েছে।

প্রতীকী ছবি (Photo: AFP)

স্পষ্ট নয়, তবে মহারাষ্ট্রে হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার নেপথ্যে রাজ্যবাসীর নিজেদের সুরক্ষার প্রতি অবহেলা ও করােনা ভীতি কমে যাওয়াই কারণ হতে পারে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পাঠানাে টিমের তরফে রিপাের্টে এমনটাই উল্লেখ করা হয়েছে 

উল্লেখ্য, সংক্রমণ হয়নি এমন জায়গাতেও করােনা ভাইরাস সংক্রমণ হয়েছে ওই জায়গাগুলােয় বেশিরভাগ সংক্রামিতের শরীরে উপসর্গ দেখা গেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পাঠানাে টিমের সদস্যরা বলেছেন, সাধারণ মানুষের মধ্যে অতিমারীর ভয় ও আতঙ্কের ঘাটতি লক্ষ্য করা গেছে- গ্রাম পঞ্চায়েত নির্বাচন, ভিড়ের মধ্যে যাতায়াত করা, সঠিকভাবে কোভিড নির্দেশিকা পালন না করাই মহারাষ্ট্রে নতুন করে সংক্রমণ বৃদ্ধির কারণ হতে পারে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে মহারাষ্ট্রে কোভিড পজিটিভের সংখ্যা ৯০,০৫৫ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব নিপুণ বিনায়ক মার্চের গােড়ায় দু’দিন আরও দুইজন সদস্য নিয়ে মহারাষ্ট্রে গেছিলেন সংক্রমণ বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে

কেন্দ্রের তরফে রিপাের্টে উল্লেখ করা হয়েছে, ‘কি কারণে ফের করােনা সংক্রমণ বৃদ্ধি পেল তার সঠিক কারণ জানা যায়নি কোভিড সংক্রমণের ভয় ধীরে ধীরে কমে আসায় জনগণ খুব স্বাভাবিকভাবেই কোভিড নির্দেশিকা না মেনে চলতে শুরু করে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, স্কুল খুলে দেওয়া ও ভিড় বাসে, ট্রেনে মানুষের চড়ার কারণে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণ হতে পারে।’

মহারাষ্ট্রের উদ্বেগজনক পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের টিম বেশ কয়েকটি উপদেশ দিয়েছে– কোভিড সংক্রামিতদের শনাক্ত করা, নজরদারি চালানাে, কোভিড পরীক্ষা করা, প্রােটোকলগুলাে কঠোরভাবে পালন করতে হবে রাজ্যের প্রায় সবকটি হটস্পট এলাকাগুলােয় একশ শতাংশ পরীক্ষার ওপর নজর দিতে হবে

মহারাষ্ট্রে পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ টিম কেন্দ্রীয় বাহিনী পাঠানাে হয়েছে বলে গতকালই স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে করােনা ভাইরাস নজরদারি সংক্রান্ত রাজ্য স্বাস্থ্য দফতরকে সহায়তা করতে টিম মােতায়েন করা হয়েছে

মহারাষ্ট্রে কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে রয়েছেন সিনিয়র সিএমও পি রবীন্দ্রন, বিপর্যয় মােকাবিলা সেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়, কেন্দ্রের পাঠানাে স্বাস্থ্য টিমের সদস্যরা রাজ্যগুলাের হটস্পটগুলাে ঘুরে দেখবেন পাশাপাশি, কেন হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তার কারণ বােঝার চেষ্টা করবেন