• facebook
  • twitter
Friday, 22 November, 2024

খারিফেই ঊর্ধ্বমুখী খাদ্যের দাম

বর্তমান আর্থিক বছরে  খাদ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ খারিফ শস্য কম উৎপাদন৷ এর পেছনে প্রাকৃতিক কারণ অনেকটাই দায়ী ৷ বর্তমান বছরে বর্ষা অনেকটা পরে ঢোকার কারণে বৃষ্টির পরিমাণ অনেকটা কম হয়েছে এবং সেই বৃষ্টির পরিমাণ ১৪ শতাংশ কম হয়েছে যে কারণে খারিফ শস্য বপনে অনেকটা দেরি হয়েছে এবং সেই কারণেও চাহিদার তুলনায় উৎপাদন কম

প্রতীকী ছবি (File Photo: IANS)

বর্তমান আর্থিক বছরে  খাদ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ খারিফ শস্য কম উৎপাদন৷ এর পেছনে প্রাকৃতিক কারণ অনেকটাই দায়ী ৷ বর্তমান বছরে বর্ষা অনেকটা পরে ঢোকার কারণে বৃষ্টির পরিমাণ অনেকটা কম হয়েছে এবং সেই বৃষ্টির পরিমাণ ১৪ শতাংশ কম হয়েছে যে কারণে খারিফ শস্য বপনে অনেকটা দেরি হয়েছে এবং সেই কারণেও চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ার কারণে খারিফ শস্যের দাম ঊর্ধ্বমুখী হয়ে চলেছে৷ এখানে মানুষ এবং পরিবেশের মধ্যে একটা দ্বন্দ্ব চলেছে, সেই দ্বন্দ্ব পরিবেশ দেরি করে খারিফ শস্যের উৎপাদনে তার অসহযোগিতা প্রকাশ করেছে, অন্যদিকে ১৪ শতাংশ কম বৃষ্টিপাত হওয়ার কারণ, এই  অসহযোগিতা দেখিয়েছে পরিবেশের পক্ষ থেকে৷

মানুষ মানুষের শত্রু হয়, এটা প্রমাণিত৷ ভারতের ইতিহাস ঘাটলে দেখা যায় খাদ্যশস্যের কৃত্রিম চাহিদা সৃষ্টি করার পেছনে এক ধরনের লোভী এবং শয়তান লোকের ভূমিকা অন্যতম ছিল সেই আদি কাল থেকে৷ সেই ভূমিকাই পালন করে চলেছে বেশ কিছু মানুষ আজও৷ আজও মজুতদারদের দেখা যায় বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি করতে সেই চাহিদা দামের মূল্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে মজুতদাররা৷ খারিফ শস্যের যাতে দাম না বাডে় সেই দিকে সরকার লক্ষ্য রেখে তাদের মজুত দারি সীমা বেঁধে দিয়েছে, যাতে কৃত্রিমভাবে খারিফ শস্যের দাম বৃদ্ধি করতে এরা সাহায্য না করে৷ এমনিতেই যখন খারিফ শস্যের উৎপাদন দেরিতে বপন হওয়ার কারণে এবং কম বৃষ্টিপাত হওয়ার কারণে ব্যাঘাত ঘটেছে তখন মজুতদারদের বিরুদ্ধে এই ব্যবস্থা দাম নিয়ন্ত্রণে অনেকটা কার্যকারী হবে৷ গত বছরের তুলনায় এ বছরে খারিফ শস্যের উৎপাদনের লক্ষ্য মাত্রা রাখা হয়েছে ৩৪০ মেট্রিক টন যা গত বছরে লক্ষ্যমাত্রা ছিল ৩২৮ লক্ষ মেট্রিক টন৷