রিজার্ভ ব্যাঙ্ক প্রকাশ করল সেপ্টেম্বরের ব্যাঙ্ক ছুটির তালিকা, দেখে নিন কোনদিন, কিসের ছুটি!

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রকাশ করল আগামী সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক প্রতি মাসেই গ্রাহকদের সুবিধার জন্য ব্যাঙ্কের ছুটির তালিকা প্রস্তুত করে থাকে। সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ১৫ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। এই ১৫ দিনের মধ্যে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার, সব ক’টি রবিবার এবং নানা রাজ্যের আঞ্চলিক ছুটিও রয়েছে।

প্রসঙ্গত, আঞ্চলিক ছুটির ক্ষেত্রে শুধু বিশেষ অঞ্চলেই ছুটি থাকে। আর রাষ্ট্রীয় ছুটি থাকলে সমগ্র দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে। যদিও, ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদি চালু থাকবে।

নিচে সেপ্টেম্বর, ২০২৪-এর ছুটির তালিকাটি রইলো–


সেপ্টেম্বর ১ (রবিবার) – সপ্তাহান্তের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ৪ (বুধবার) – গুয়াহাটিতে শ্রীমন্ত শঙ্করদেবের তিরোভাব তিথির জন্য ব্যাঙ্ক বন্ধ থাক।

সেপ্টেম্বর ৭ (শনিবার) – গণেশ চতুর্থীর কারণে আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ভুবনেশ্বর, চেন্নাই, মুম্বাই, নাগপুর আর পানাজীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ৮ (রবিবার) – সপ্তাহান্তের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ১৪ (শনিবার) – ওনামের কারণে কেরালা আর রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ১৫ (রবিবার) – সপ্তাহান্তের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ১৬ (সোমবার) – আমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, দেরাদুন, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লক্ষ্ণৌ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে বারাওয়াফত, মিলাদ-উন-নবি বা ঈদ-ই-মিলাদের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ১৭ (মঙ্গলবার) – ইন্দ্রযাত্রা/ঈদ-ই-মিলাদ বা মিলাদ-উন-নবির কারণে গ্যাংটক এবং রায়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ১৮ (বুধবার) – গ্যাংটকে পাং-লাবসলের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ২০ (শুক্রবার) – জম্মু ও শ্রীনগরে ঈদ-ই-মিলাদ/মিলাদ-উন-নবির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ২১ (শনিবার) – শ্রী নারায়ণ গুরুর সমাধি দিবসের কারণে কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ২২ (রবিবার) – সপ্তাহান্তের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ২৩ (সোমবার) – মহারাজা হরি সিংহের জন্মবার্ষিকী উপলক্ষে জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ২৮ (শনিবার) – মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বর ২৯ (রবিবার) – সপ্তাহান্তের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।