• facebook
  • twitter
Monday, 25 November, 2024

রিজার্ভ ব্যাঙ্কের ১ লক্ষ কোটি দিয়েই কেন্দ্রের ঘাটতি পূরণ

দেশের বিপদের সঞ্চয় দিয়ে মোদি সরকারকে ঘোষণা পূরণ দিল্লি, ২০ মে– এই মুহূর্তে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালাতে গিয়ে কেন্দ্রের ভাড়ার শূন্য৷ কেন্দ্রের তরফে ট্রেজারি বিলের মাধ্যমে সেই খরচ কমানোর চেষ্টা করা হলেও ঘাটতি মেটাতে ভাড়ে মা ভবানি৷ আর তাই শেষে রিজার্ভ ব্যাঙ্কে শরণাপন্ন মোদি সরকার৷ রিজার্ভ ব্যাঙ্কের গচ্ছিত অর্থই এখন মোদি সরকারের সহায়৷ যদিও কেন্দ্র সরকারের

দেশের বিপদের সঞ্চয় দিয়ে মোদি সরকারকে ঘোষণা পূরণ
দিল্লি, ২০ মে– এই মুহূর্তে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালাতে গিয়ে কেন্দ্রের ভাড়ার শূন্য৷ কেন্দ্রের তরফে ট্রেজারি বিলের মাধ্যমে সেই খরচ কমানোর চেষ্টা করা হলেও ঘাটতি মেটাতে ভাড়ে মা ভবানি৷ আর তাই শেষে রিজার্ভ ব্যাঙ্কে শরণাপন্ন মোদি সরকার৷ রিজার্ভ ব্যাঙ্কের গচ্ছিত অর্থই এখন মোদি সরকারের সহায়৷ যদিও কেন্দ্র সরকারের সাহায্যে সদাই দরাজহস্ত আরবিআই৷ আর সেই পথে হেঁটেই আগামী অর্থবর্ষে কেন্দ্রকে প্রায় ১ লক্ষ কোটি টাকা অর্থ সাহায্য করতে এগিয়ে এল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক৷
যদিও অর্থনীতিবিদদের মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের এই উদারতা মোটেই ভালো নয় দেশের ভবিষ্যতের জন্য৷ কারণ আরবিআইএর লভ্যাংশ অর্থাৎ সারপ্লাস দেশের জন্য অসময়ের সঞ্চয়৷ অর্থাৎ আমাদের-আপনাদের মতো আগাম বিপদ বা প্রয়োজনের জন্য যে অর্থ সঞ্চয় করে রাখা হয় তার মতো৷ আরবিআইয়ের এই টাকাও দেশের দুঃসময়ের জন্য বরাদ্দ৷ দেশে দুর্ভিক্ষ, যুদ্ধ বা মহামারীর মতো আপাৎকালীন পরিস্থিতিতে সরকার সংকটে পড়লে রিজার্ভ ব্যাঙ্কের সঞ্চয় কাজে আসে৷ বিদেশি মুদ্রার সংকট তৈরি হলেও এই রিজার্ভ ব্যাবহার করা হয়৷ কিন্ত্ত সাম্প্রতিক অতীতে একাধিকবার কেন্দ্রের মোদি সরকার তেমন কোনও সংকটের পরিস্থিতি না থাকা সত্ত্বেও আরবিআইয়ের সারপ্লাসে হাতে দিয়েছে৷ যা মোটেই অর্থনীতির জন্য ভালো বিজ্ঞাপন নয়৷ এই সাহায্যে বাড়তি অর্থ খরচ হলে বিপদে আরবিআই কতটা দেশকে সাহায্যে এগিয়ে আসতে পারবে তাতে বড়সড় প্রশ্নচিহ্ন থেকে যায়৷
সূত্রের দাবি, শীর্ষ ব্যাংক এবার যে সাহায্য কেন্দ্রকে করতে চলেছে তা সাম্প্রতিক অতীতে বিরল৷ আরবিআই তার লভ্যাংশ অর্থাৎ বাড়তি থেকে সরকারকে এই বিপুল অঙ্কের টাকা দেওয়া হবে৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সাহায্যের জন্য প্রতৃত্ত অঙ্কটা অর্থাৎ ১ লক্ষ কোটি আরও বেশি হতে পারে৷ আসলে এই প্রথম নয়, গতবছরও একইভাবে টাকা দেওয়া হয়েছিল কেন্দ্রকে৷ এর আগে ২০১৯ নির্বাচনের মুখেও একইভাবে প্রায় ২৮ হাজার কোটি টাকা সারপ্লাস রিজার্ভ ব্যাঙ্ক থেকে গিয়েছিল কেন্দ্রের খাতায়৷ এবার সেই অঙ্কটা অনেকটাই বেশি৷
আসলে ভোটের আগে শেষ বাজেটে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ বিশেষ করে ৮০ কোটি মানুষকে নিয়মিত রেশন দেওয়ার যে প্রকল্প বাজেটে ঘোষণা করা হয়েছে সেই প্রকল্পের জন্য মোটা অঙ্কের অর্থ প্রয়োজন৷ মনে করা হচ্ছে সেই প্রকল্পের খরচ জোগাতেই রিজার্ভ ব্যাঙ্কের লক্ষীর ভাণ্ডারে হাত দিতে হচ্ছে কেন্দ্রকে৷ রিজার্ভ ব্যাঙ্কের লভ্যাংশ অর্থাৎ সারপ্লাস দেশের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতোই৷ কিন্ত্ত সাম্প্রতিক অতীতে একাধিকবার কেন্দ্রের মোদি সরকার তেমন কোনও সংকটের পরিস্থিতি না থাকা সত্ত্বেও আরবিআইয়ের সারপ্লাসে হাতে দিয়েছে৷ যা মোটেই অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়৷