• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করবে AI, বড় পদক্ষেপ কেন্দ্রের

ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করার প্রস্তুতি নিয়েছে সরকার। ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত করতে এবার থেকে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে।

ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করার প্রস্তুতি নিয়েছে সরকার। ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত করতে এবার থেকে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। এর ফলে বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং জালিয়াতি বন্ধ হবে। পাশাপাশি ব্যাঙ্কে থাকা ভুয়ো অ্যাকাউন্টের তথ্যও পাওয়া যাবে।

শুক্রবার অর্থ মন্ত্রক ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ক্রমবর্ধমান আর্থিক জালিয়াতি রোধ করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘MuleHunter.AI’ সহ কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল ব্যবহার করতে বলেছে। এটি ব্যবহার করলে ব্যাঙ্কে থাকা ভুয়ো অ্যাকাউন্টগুলির তথ্য কয়েক মিনিটের মধ্যে পাওয়া যাবে।

ফিনান্সিয়াল সার্ভিস সেক্রেটারি এম নাগারাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ভুয়ো অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন বন্ধ করতে বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। আর্থিক পরিষেবা বিভাগ এক্স পোস্টে জানিয়েছে, নাগরিকদের কষ্টার্জিত অর্থ রক্ষা করার জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়া উচিত। এটা আমাদের সাধারণ দায়িত্ব।

এর আগে আরবিআই আর্থিক জালিয়াতির জন্য ব্যবহৃত ভুয়ো অ্যাকাউন্ট সরাতে ‘MuleHunter.ai’-এর সঙ্গে সহযোগিতা করতে ব্যাঙ্কগুলিকে বলেছিল।

ভুয়ো অ্যাকাউন্ট হল এমন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা অপরাধীরা অবৈধভাবে অর্থ পাচার করতে ব্যবহার করে। এসব অ্যাকাউন্ট খুলে অজ্ঞাত ব্যক্তিরা জনগণকে প্রতারণা করে এতে টাকা জমা করে। এই অ্যাকাউন্টগুলি থেকে অর্থ স্থানান্তর চিহ্নিত করা কঠিন।

সাইবার জালিয়াতি এবং বেআইনি কার্যকলাপ থেকে অর্জিত অর্থ সরিয়ে নিতে ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। সাইবার অপরাধীরা ইউপিআই ব্যবহার করে, এর মাধ্যমে তারা ব্যাঙ্কে না গিয়ে কয়েক মিনিটের মধ্যে টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেয়।