বিরল চিতার সন্ধান মিলল ওড়িশার জঙ্গলে। বনদপ্তরের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। শাবক মুখে ধরে জঙ্গলে চলাফেরা করতে দেখা যায় তাকে। এই বিরল প্রজাতির চিতার সন্ধান মেলায় উল্লসিত বনদপ্তর। কালো এই চিতার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্য বনপাল, (বন্যপ্রাণ) প্রেম কুমার ঝা। পোস্টে তিনি লেখেন, ‘মধ্য ওড়িশায় শাবক-সহ একটি বিরল মেলানিস্টিক চিতাবাঘ দেখা গিয়েছে, যা এই অঞ্চলের অবিশ্বাস্য এক জীবজগতের প্রতিফলন। বাস্তুতন্ত্রের জন্য এই বিরল প্রজাতির কালো চিতা খুবই প্রয়োজন। কালো চিতার উপস্থিতি প্রমাণ করে সমৃদ্ধ বন্যপ্রাণের ঐতিহ্য বর্তমান। বর্তমানে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।’ পোস্টে চিতাবাঘটির একটি ভিডিও ও ছবিও যুক্ত করেছেন মুখ্য বনপাল প্রেম কুমার ঝা।
অল ওড়িশা লেপার্ড এস্টিমেশন ২০২৪-এর তথ্য অনুযায়ী, রাজ্যের ৩ টি জঙ্গলে এই ধরণের চিতাবাঘ রয়েছে। ওড়িশার সুন্দরগড় জেলার হেমগিরি অরণ্যে ২০১৮ সালে জঙ্গলে লাগিয়ে রাখা ট্র্যাপ ক্যামেরায় প্রথম কালো চিতার ছবি ধরা পড়ে। কালো চিতার সুরক্ষা ও তাদের বেঁচে থাকার উপযোগী পরিবেশ বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপও করা হয়। ২০২৩ সালে বাঘশুমারির সময় দুটি আলাদা জায়গায় কালো চিতার সন্ধান পায় ওড়িশা সরকার।
এর আগে বাঘিনী জিনতকে নিয়ে তোলপাড় হয় গোটা মানভূম। ঝাড়গ্রাম, পুরুলিয়া পার হয়ে শেষে বাঁকুড়ার জঙ্গলে ঘাঁটি গাড়ে সিমলিপালের জঙ্গলের বাঘিনী। ১০ দিনের চেষ্টায় তাকে স্বস্থানে পৌঁছে দেন বনদপ্তরের কর্মীরা।