ধর্ষণের অপরাধে ২০ বছরের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিং। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনায় খুন হতে হয় এক সাংবাদিককে। সেই ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। পাশাপাশি ডেরার ম্যানেজারকে খুনের অভিযোগেও দোষী সাব্যস্ত হন তিনি। তবে সেই অভিযোগ থেকে তাঁকে নিষ্কৃতি দিয়েছে হাই কোর্ট। কারাবাসে থাকলেও দীর্ঘ ছুটিতে বেশিরভাগ সময়ই জেলের বাইরে কাটিয়েছেন ধর্ষণে দোষী সাব্যস্ত ধর্মগুরু। গত ১৯ জানুয়ারি তাঁকে ৫০ দিনের প্যারোল দিয়েছিল হরিয়ানা সরকার। তারও আগে একাধিকবার দীর্ঘ সময়ের জন্য তাঁর প্যারোল মঞ্জুর করা হয়। অদ্ভুতভাবে নির্বাচনের ঠিক আগে এভাবে প্যারোলে মুক্তি পেতে দেখা গিয়েছে রাম রহিমকে।