• facebook
  • twitter
Tuesday, 15 April, 2025

রামনবমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, 'সকলকে রামনবমীর শুভেচ্ছা। আমাদের সকলের উপরে প্রভু রামের আশীর্বাদ থাকুক। আমাদের সকলের প্রচেষ্টার পথ দেখাক।'

প্রতিনিধিত্বমূলক চিত্র

রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই শুভ দিনে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রামনবমীর পবিত্র উৎসবে সকল দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই উৎসব ধর্ম, ন্যায় ও কর্তব্য–পরায়ণ হওয়ার বার্তা দেয়। ভগবান শ্রী রাম মানবজাতির জন্য ত্যাগ, প্রতিশ্রুতি, সম্প্রীতি এবং সাহসিকতার আদর্শ উপস্থাপন করেছেন। রামরাজ্যকে আদর্শ হিসেবে ধরা হয়। আমি কামনা করি, সকল দেশবাসী এই দিনে উন্নত ভারত গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি নিক।’

এ দিন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, ‘সকলকে রামনবমীর শুভেচ্ছা। আমাদের সকলের উপরে প্রভু রামের আশীর্বাদ থাকুক। আমাদের সকলের প্রচেষ্টার পথ দেখাক।’ অপরদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সকলকে রামনবমীর শুভেচ্ছা। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমাজমাধ্যমে পোস্ট করে রামনমবীর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রেখে রামনবমী পালনের বার্তা দিয়েছেন। তাঁর বার্তা, ‘সকলকে রামনবমীর শুভেচ্ছা। সকলের কাছে আমার আবেদন, শান্তি, সম্প্রীতি এবং উন্নতির ধারা বজায় রাখুন। আমি চাই সকলে সাফল্যের সঙ্গে ও শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপন করুক।’