• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সলমনকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক

সবজিওয়ালার পর ঝালাইকর্মী! সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগ গ্রেপ্তার এক ঝালাইকর্মী। রাজস্থানের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে কর্নাটকে থাকতেন।

সবজিওয়ালার পর ঝালাইকর্মী! সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগ গ্রেপ্তার এক ঝালাইকর্মী। রাজস্থানের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে কর্নাটকে থাকতেন। কর্নাটক থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বিখারাম। ওই যুবক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, তা এখনও জানা যায়নি।

মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল সেল লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের নাম করে হুমকি বার্তা পাঠানো হয় সোমবার। সেই হুমকি বার্তায় লেখা ছিল, সলমন খান যদি বেঁচে থাকতে চান, তাহলে তিনি আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চান অথবা ৫ কোটি টাকা দিন। এটা না করলে সলমন খানকে মেরে ফেলবে তারা। এই হুমকি দেওয়ার অভিযোগেই বিখারামকে গ্রেপ্তার করা হয়েছে।

সেই ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা জানতে পারে, কর্নাটক থেকে হুমকি দেওয়া হয়েছে অভিনেতাকে। এর পর মুম্বই পুলিশের তরফে গোটা বিষয়টি কর্নাটক পুলিশকে জানানো হয়। এর পর বিখারামকে কর্মস্থল থেকেই গ্রেপ্তার করে মুম্বই পুলিশের এটিএসের হাতে তুলে দেয় কর্নাটক পুলিশ।

অক্টোবরের শেষ সপ্তাহে নিহত এনসিপি নেতা বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীর বান্দ্রার অফিসে সলমনকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। তাতে লেখা ছিল – মোটা অঙ্কের টাকা না দিলে সলমন খান এবং বিধায়ক জিশান সিদ্দিকীকে হত্যা করা হবে। জিশানের অফিসের এক কর্মী পুলিশের অভিযোগ জানান।

এরপর তদন্তে নামে পুলিশ। সলমনকে হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে গ্রেপ্তার করা হয় এক যুবককে। মহম্মদ তায়াব নামে ওই যুবককে হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ। তারও আগে মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটস অ্যাপ হেল্পলাইনে হুমকি মেসেজ পাঠানোর অভিযোগ জামশেদপুর থেকে এক সবজিওয়ালাকে গ্রেপ্তার করা হয়। ২৪ বছর বয়সী ওই যুবকের নাম শেখ হুসেন শেখ মউসিন।

হুমকি মেসেজে ৫ কোটি টাকা চেয়েছিল অভিযুক্ত যুবক। পুলিশ নম্বরটি ট্র্যাক করে জানতে পারে তা ঝাড়খণ্ডের। এরপর ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে মহারাষ্ট্র পুলিশ। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর গ্যাং বেশ কয়েকবার সলমন খানকে খুনের হুমকি দিয়েছিল। অভিনেতার বান্দ্রা বাড়ির সামনে এপ্রিল মাসে গুলি চালায় এক সন্দেহভাজন। এরপর থেকে বলিউড সুপারস্টারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।