সরকারি আধিকারিককে চড়, বিজেপি নেতার তিন বছরের কারাদণ্ড

রাজস্থানে বন বিভাগের এক আধিকারিককে চড় মারার অভিযোগে এক বিজেপি নেতার তিন বছরের কারাদণ্ড দিল আদালত। তাঁর এক ঘনিষ্ঠকে দোষী সাব্যস্ত করেছে আদালত। যদিও ওই বিজেপি নেতা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন।

পাবলিক প্রসিকিউটর বলেন, এসসি/এসটি আদালত কোটার লাদপুরার প্রাক্তন বিধায়ক ভবানী সিং রাজাওয়াতকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৫৩ সহ (সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ)-এর প্রাসঙ্গিক ধারায় দোষী সাব্যস্ত করেছে। ২০২২ সালের ওই ঘটনায় দু’জনকেই ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

রাজাওয়াত অবশ্য চড় মারার অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, বনকর্তাকে তিনি থাপ্পড় মারেননি। কেবল তাঁর কাঁধে হাত রেখেছিলেন। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন লাদপুরার প্রাক্তন বিধায়ক ভবানী সিং রাজাওয়াত।


এদিকে আদালত সাজা ঘোষণার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভবানী বলেন, আমি হাইকোর্টে সাজার বিরুদ্ধে আপিল করব। প্রাক্তন বিধায়ক আরও জানান, তাঁকে এসসি/এসটি আইনের ৩ ধারার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

ঘটনার রাজস্থানের বন দফতরের ডেপুটি কনজারভেটর ছিলেন রবিকুমার মীনা। থানায় দায়ের হওয়া অভিযোগে তিনি জানান, তাঁর দপ্তরে আচমকা দলবল নিয়ে ঢোকেন রাজাওয়াত। এরপর তাঁকে সপাটে থাপ্পড় মারেন বিজেপি নেতা। মন্দিরের কাছে একটি রাস্তার সংস্কারের কাজ আটকে রাখার অভিযোগেই তাঁর ওপর আক্রমণ করা হয়। ওই ঘটনার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

ভবানী সিং রাজাওয়াতকে এই মামলায় ২০২২ সালের ১ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল। ১০ দিন জেলে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এরপর থেকে বিষয়টি আদালতে বিচারাধীন ছিল। এসসি/ আদালত রায় দেওয়ার সময় অভিযুক্ত ভবানী সিং রাজাওয়াত এবং মহাবীর সুমনকে সাজা দিয়েছে।