মুম্বই, ১৯ মার্চ– বড়সড় বদলের ইঙ্গিত মহারাষ্ট্রের রাজনীতিতে৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে৷ সোমবার গভীর রাতে দিল্লি উডে় গিয়েছিলেন রাজ৷ সঙ্গে ছিলেন তাঁর ছেলে অমিত ঠাকরেও৷ মঙ্গলবার দুপুরে তাঁরা অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেছেন বলে খবর৷ এই বৈঠকের পরই মহারাষ্ট্রের আলিন্দে জোর গুঞ্জন বিজেপির হাত ধরতে চলেছে এমএনএস৷ মনে করা হচ্ছে, রাজের দলের এনডিএ-তে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা৷ যে কোনও সময়ই ঘোষণা হতে পারে৷
সূত্রের খবর, রাজ ঠাকরে শর্তসাপেক্ষে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন৷ অর্থাৎ বিজেপির সঙ্গে জোট করতে পারে তাঁর দল৷ আসন্ন লোকসভা নির্বাচনে তিনি নিজের দলের জন্য দুটি আসনের দাবি জানাতে পারেন৷ দুটি আসনের মধ্যে রয়েছে, দক্ষিণ মুম্বই ও সিরডি৷ রাজনৈতিক মহলের অনুমান, বিজেপি তাঁর শর্ত মানলেই পদ্ম-পতাকা হাতে তুলে নেবেন রাজ ঠাকরে৷
গত মাসে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাসভবনে যান রাজের দলের নেতারা৷ তার পর থেকেই গুঞ্জন ছড়াতে শুরু করে বাল ঠাকরের পুত্র এবার এনডিএ-তেই যাচ্ছেন৷ এর মধ্যে গত সোমবার ফড়নবিশের মন্তব্যে জল্পনা আরও বাডে়৷ তিনি বলেন, ‘আমি সরকারি ভাবে এবিষয়ে কিছু বলতে পারব না৷ তবে কোনও সিদ্ধান্ত নেওয়া হলেই আপনাদের তা জানিয়ে দেওয়া হবে৷’
উল্লেখ্য, রাজ ঠাকরে বরাবরই নিজেকে বিজেপির কট্টর বিরোধী হিসেবেই চিহ্নিত করেন৷ আবার সমতা বজায় রাখতে সময়ে সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করতে দেখা গিয়েছে তাকে৷ কিন্ত্ত সেই সঙ্গেই জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড তাঁর পছন্দ হলেও দল হিসেবে বিজেপিকে তিনি কোনও ভাবেই সমর্থন করেন না৷ কিন্ত্ত গত কয়েক মাসে হাওয়া বদলেছে৷
২০২৪ সালে লোকসভা নির্বাচনের পাশাপাশি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনও৷ লোকসভায় ৪৮টি আসনের পাশাপাশি বিধানসভায় রয়েছে ২৮৮টি আসন৷ মহারাষ্ট্রের ক্ষমতায় এই মুহূর্তে শিব সেনার একনাথ শিণ্ডে শিবির, বিজেপি ও অজিত পওয়ারের এনসিপির জোট রয়েছে৷ কিন্ত্ত লোকসভা নির্বাচনের আগে জোট-জট এখনও অব্যাহত এনডিএ-তে৷ শিণ্ডে ও অজিত পওয়ারের সঙ্গে চূড়ান্ত সমঝোতা হয়নি পদ্ম শিবিরের৷ এই পরিস্থিতিতে রাজ যদি জোটে যোগ দেন, তাহলে যে জটিলতা আরও বাড়বে, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল৷